IQNA

কুরআন কি বলে/৩৫

পরিবারের জীবন বিধানের দায়িত্ব সম্পর্কে কুরআনের উপদেশ

19:04 - November 18, 2022
সংবাদ: 3472839
তেহরান (ইকনা): ক্ষুদ্রতম সামাজিক একক হিসেবে কুরআনে পরিবার অনেক গুরুত্বপূর্ণ। পরিবার গঠনের ফলে নারী-পুরুষের পারস্পরিক অধিকারকে অনেক সূক্ষ্মতার সাথে ফুটিয়ে তোলে। এই অধিকারগুলির মধ্যে একটি হল জীবনযাত্রার ব্যয়ের বিধান, যা ইসলামে পুরুষদের জন্য বরাদ্দ করা হয়েছে।

পুরুষ এবং মহিলার তাদের যৌথ জীবনে অধিকার রয়েছে যা তাদের সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী সংজ্ঞায়িত করা হয়। পবিত্র কুরআনে ঐশ্বরিক দৃষ্টিকোণ থেকে পুরুষ এবং মহিলাদের জন্য অধিকার নির্ধারণ করা হয়েছে, এমনকি এই আইনগুলির মধ্যে কিছু কিছু মৃত্যুর পরে স্বামী / স্ত্রীর অধিকারের সাথে সম্পর্কিত:


وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لِأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِي مَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ مِنْ مَعْرُوفٍ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ


এবং তোমাদের মধ্যে যারা স্ত্রীদের রেখে মারা যায় তাদের ওপর স্ত্রীদের জন্য এক বছরের ভরণ-পোষণ (খাদ্য-বস্ত্র ও প্রয়োজনীয় উপকরণ) প্রদান এবং (ঘর হতে) বহিষ্কার না করার অসিয়ত করা (আবশ্যক)। তবে তারা (স্ত্রীরা) স্বেচ্ছায় চলে গেলে এবং ন্যায়সঙ্গতভাবে (বিয়ে প্রভৃতি) নিজেদের জন্য যা করবে, সে ব্যাপারে তোমাদের ওপর কোন দোষ (গুনাহ) বর্তাবে না। এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
সূরা বাকারা, আয়াত: ২৪০।
এই আয়াতটি স্পষ্টভাবে উপদেশ দেয় যে মৃত্যুর পূর্বে একজন পুরুষকে তার স্ত্রীর মৃত্যুর এক বছর পর পর্যন্ত তার ভরণ-পোষণের কথা চিন্তা করা উচিত। যাতে এই সময়ের মধ্যে, তার স্ত্রীও তার জীবন চালিয়ে যাওয়ার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করার সুযোগ পান।
উল্লেখ্য যে, ইসলামী জীবন ব্যবস্থায় পরিবারে নারীর জীবন বিধানের দায়িত্ব পুরুষের উপর বর্তায় এবং উপরোক্ত আয়াত অনুসারে পুরুষের মৃত্যুর পরও এই দায়িত্ব অব্যাহত থাকে। এ ব্যাপারে পবিত্র কুরআনে বলা হয়েছে:

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ


পুরুষরা নারীদের ওপর দায়িত্বশীল (কর্তৃত্বের অধিকারী) এ কারণে যে, আল্লাহ তাদের কতককে (পুরুষকে) কতকের (নারীর) ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যেহেতু তারা (নারীদের জন্য) তাদের সম্পদ থেকে ব্যয় করে থাকে।
সূরা নিসা, আয়াত: ৩৪।
তাফসিরে নূরের লেখক আয়াতুল্লাহ মোহসেন ক্বারায়াতি এই আয়াতের কিছু বার্তা ব্যাখ্যা করেছেন এভাবে:
১। পুরুষদের উচিত তাদের সম্পদের কিছু অংশ তাদের স্ত্রীদের জন্য উইল করা। ... وَصِيَّةً لِأَزْواجِهِمْ»
২। বিধবাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। مَتاعاً إِلَى الْحَوْلِ
৩। নতুন স্বামী বেছে নেওয়ার ক্ষেত্রে একজন মহিলার যে কোনও সিদ্ধান্ত বুদ্ধিমান ও বৈধ এবং সুবিধাজনক বিবেচনা করা উচিত। فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ مِنْ مَعْرُوفٍ
৪। ঐশ্বরিক আদেশের আইন প্রজ্ঞার উপর ভিত্তি করে। عَزِيزٌ حَكِيمٌ»

সংশ্লিষ্ট খবর
captcha