ইকনা- হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী আজ সকালে হযরত আমিরুল মুমিনীন আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী ও শহিদ সোলাইমানির ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১২ দিনের যুদ্ধের (শহিদানে ইকতেদার) হাজার হাজার পরিবারের সাথে সাক্ষাতে বলেছেন: শত্রুর সবচেয়ে সাধারণ কাজ হলো সুযোগসন্ধানী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো জাতির প্রস্তুতি এবং ঈমান, আন্তরিকতা ও আমলের মতো উপাদানগুলোকে শক্তিশালী করা—যেগুলো সোলাইমানিকে সোলাইমানি বানিয়েছে।
22:32 , 2026 Jan 03