ইকনা- আধুনিক দুনিয়ার এই কোলাহলপূর্ণ ও ব্যস্ত জীবনে কখনও কখনও আমাদের একটুখানি থেমে যাওয়ার এবং শান্তি খোঁজার প্রয়োজন হয়। ‘নওয়ায়ে ওহি’ শিরোনামের এই সংকলন, কুরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলো থেকে বাছাইকৃত নির্বাচনের মাধ্যমে, এক আত্মিক ও হৃদয়জুড়ানো সফরের আহ্বান।