IQNA

বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা

19:34 - July 30, 2021
সংবাদ: 3470416
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুইটি রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে চালানো ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

দূতাবাসের C-RAM অ্যান্টি-মিসাইল সিস্টেমগুলি নিক্ষেপকৃত এই দুটি রকেটকে বাধা দিতে ও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমি ওয়াশিংটন থেকে বাগদাদে ফেরার পর এ হামলার ঘটনা ঘটল। গত সোমবার কাদিমি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন।

ওই বৈঠকে চলতি বছরেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে একমত হন তারা। মার্কিন সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র-ইরাক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেছেন জো বাইডেন।

ইরাকের আছিয়াব আহলে হক-আন্দোলনের মহাসচিব শেখ আল-খাজালী বুধবার সন্ধ্যায় বলেছেন" "আমেরিকার অযৌক্তিক বক্তব্য মাধ্যমে এই প্রতিরোধ ধোকা খাবে না" এবং এবং ইরাক থেকে প্রকৃত বিদেশী সেনা প্রত্যাহার না হওয়া অবধি ইরাক দখলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে।"  iqna

captcha