IQNA

ব্রিটেনের কোনো জাতীয় সংগীত নেই

0:03 - September 12, 2022
সংবাদ: 3472443
তেহরান (ইকনা): আসলে ব্রিটেনের কোনো জাতীয় সংগীত নেই। জাতীয় সংগীত বলে যা প্রচলিত আছে তা আসলে খাঁটি রাজ ( রানী) বন্দনা গীত । ঐ রাজ বন্দনায় আছে শুধু রাজা বা রানীর স্তুতি ব্রিটেন সম্পর্কে একটা কথাও সেখানে নেই। ঐ সংগীতটা শুনলে বা পড়লে মনে হবে যে সমগ্র ব্রিটেন বাসীর কর্তব্য হচ্ছে মহান আল্লাহর কাছে রাজা বা রানীর দীর্ঘ জীবন, দীর্ঘ রাজ্য শাসন ,সমৃদ্ধি , বিজয় সাফল্য ও তার শত্রুদের ধ্বংস ও নিধন এবং যাবতীয় নেয়ামত যা আছে তাকে ( রাজা/ রানী ) প্রদান করার জন্য এবং ব্রিটিশ জনগণও যাতে 

কায় - মন - বাক্যে খোদা , রাজা / রানীকে রক্ষা কর - এ গান গাইতে পারে তাদেরকে সেই তৌফিক দেওয়ার জন্য তাদের একান্ত প্রার্থনা ও দুআ করা । অতএব এ গানের শেষে ব্রিটিশ জনগণের বলা উচিত : "আমীন সুম্মা আমীন ! "
 
ব্রিটিশ রাজকীয় শাহী খান্দানের ওয়েব সাইট অনুযায়ী  দেশাত্মবোধক এ সংগীত টি ( আসলে খাঁটি রাজ বন্দনা ) ১৭৪৫ সালে প্রথম গাওয়া হয়েছিল যখন ব্রিটিশ শাহী তাজ ও তখতের (রাজ মুকুট ও রাজ সিংহাসন ) দাবিদার শাহযাদা চার্লস এডোয়ার্ড স্টুয়ার্ট ব্রিটিশ রাজ ২য় জর্জের সেনাবাহিনীকে এদিনবার্গের কাছে প্রেসটোনপান্সে পরাজিত করে তখন । 
 
এ পরাজয়ের খবর লন্ডনে পৌঁছালে শাহী ( রাজকীয় ) থিয়েটারের ব্যান্ড বাজা দলের প্রধান ( লিডার) ড্রুরি লেন God Save The King - এই রাজ বন্দনা সংগীত পরিবেশনের আয়োজন করে । এর পর এই সংগীত বা রাজ বন্দনা গীতি ব্রিটেনে গত ২৭৭ বছর ধরে আনুষ্ঠানিক ভাবে পরিবেশিত হচ্ছে। লক্ষণীয় যে ১৭১৪ সালে ব্রিটিশ প্রোটেস্টান্ট রানী এ্যান মারা গেলে ব্রিটিশ শাহী তাজ ও তখত নিয়ে জার্মানির হ্যানোভার নিবাসী গোর্গ লুদভিক ( জর্জ লুইস বা ১ম জর্জ ) এবং রানী এ্যানের ক্যাথোলিক ধর্মাবলম্বী সৎ বড় ভাই শাহযাদা চার্লস এডোয়ার্ড স্টূয়ার্টের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হলে ঐ বছর ( ১৭১৪ সালে ) ইহুদী ধনকুবের রোচিল্ডের অর্থায়নে জার্মানির হ্যানোভারের সামন্তরাজ গোর্গ লুদভিক ১৯০০০ সৈন্য সংগ্রহ করে ব্রিটেন হামলা করে লন্ডন দখল করে নেয় ।
 
ইয়াকূবী ফির্কা ( Jacobites) শাহজাদা চার্লস এডোয়ার্ড স্টুয়ার্টের প্রতি সমর্থন ব্যক্ত করে । ঐ সময় ব্রিটেনের ২০ শহরে বিদ্রোহ , দাঙ্গা ও সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল । কিন্তু জার্মান হ্যানোভার গোর্গ লুদভিগ্ ( রাজা ১ম জর্জ ) এ সব বিদ্রোহ প্রোটেস্টান্টদের সাহায্যে কঠোর ভাবে দমন করলেও পুরোপুরি দমন ও নি:শেষ করতে পারে নি। স্কটল্যান্ডের পার্বত্য ও উঁচু অঞ্চল গুলোর স্কটিস গোত্রগুলো শাহযাদা চার্লস এডোয়ার্ড স্টুয়ার্টের প্রতি বাইআত ও আনুগত্য করে বিদ্রোহ অব্যাহত রাখে এবং ১৭২৭ সালে জার্মানির হ্যানোভারে যাওয়ার সময়ে ইংল্যান্ডের জার্মান হ্যানোভার বাদশাহ গোর্গ লুদভিক(১ম জর্জ) স্ট্রোকে আক্রান্ত হয়ে মরলে তার পুত্র ২য় জর্জ ইংল্যান্ডের বাদশাহ হয় । 
 
ব্রিটেনের শাহী তাজ ও তখতের দাবি নিয়ে দ্বন্দ্ব ১৭২৭ সালের পরও অব্যাহত থাকে এবং ১৭৪৫ সালে এডিনবার্গের অদূরে প্রেসটোনপান্সে রাজ সিংহাসনের দাবিদার শাহযাদা চার্লস এডোয়ার্ড স্টুয়ার্টের বাহিনী রাজা ২য় জর্জের সেনাবাহিনীকে পরাজিত করলে লন্ডন পতনের দ্বারপ্রান্তে উপনীত হয় । আর তখন এই রাজ বন্দনা সংগীত টি বাজিয়ে ও পরিবেশন করে রাজা ২য় জর্জের আনুগত সৈন্যদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করা হয় ।
 
ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে গত ৩২২ বছর ধরে ব্রিটেন বহিরাগত জার্মান শাহী খান্দান সমূহের দ্বারা শাসিত হচ্ছে! অ্যাংলো স্যাকসন জাতি ভুক্ত কোনো রাজবংশ গত এক হাজার বছরে ব্রিটেন শাসন করতে পারে নি। বহিরাগত বিভিন্ন জার্মান শাহী খান্দান ও ডাইনেস্টি ব্রিটেন শাসন করেছে ও করছে!!
 
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
 
captcha