IQNA

করোনা আতঙ্ক: লকডাউন করা হলো কাযেমাইন শহর

20:47 - March 21, 2020
সংবাদ: 2610453
তেহরান (ইকনা)- ইরাকের পবিত্র নগরী কাযেমাইনে করোনাভাইরাসের আক্রান্ত দুই জন রোগীর সন্ধ্যার পাওয়ার পর এই শহরকে কোয়ারেন্টাইন করা হয়েছে।

একটি সংবাদ উৎস গতকাল বলেছে: কাযেমাইন শহরে করোনাভাইরাসে আক্রান্ত দুই জন রোগীর সন্ধান পাওয়ার পর বৃহস্পতিবার রাত থেকে এই শহরে কোন যানবাহন প্রবেশ এবং এই শহর থেকে কোন প্রকার যানবাহন বাহির হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এ ব্যাপারে ইমাম কাজিম (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র মাজারের কর্তৃপক্ষ জিয়ারতকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নিজের এবং তাদের পরিবারের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হন।

এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ রোধের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন এবং দূর থেকে ইমাম কাজিম (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র মাযার জিয়ারতের আহ্বান জানিয়েছেন।

ইমাম কাজিম (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষ সেদেশের সরকার এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারকে নাগরিক ও জিয়ারতকারীদের স্বাস্থ্য রক্ষার জন্য আইন প্রয়োগ করে এই শহরে যান চলাচল বন্ধের করার জন্য আহ্বান জানিয়েছেন। iqna

captcha