IQNA

পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রেসিডেন্ট

0:23 - December 27, 2019
সংবাদ: 2609914
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট বারহাম সালিহ ইরাকের সংসদে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি ওই বার্তায় বলেছেন, 'আল-বান্না' জোটের পক্ষ থেকে যাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে তাকে এই পদে বসানো হলে সংবিধান লঙ্ঘিত হতে পারে। তিনি আরও জানিয়েছেন, সংসদ সদস্যদেরকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের সুযোগ দিতেই তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

ইরাকের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। আর এ পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দিলেন।

অর্থনৈতিক সমস্যার সমাধান ও দুর্নীতি দমনের দাবিতে গত ১ অক্টোবর থেকে ইরাকে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের কারণে গত ২৯ নভেম্বর সেদেশের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি পদত্যাগ করেছেন। আব্দুল মাহদির পদত্যাগের পর এখন নয়া প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে।  iqna

পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রেসিডেন্ট

captcha