IQNA

ইসলামী ওয়ার্ল্ড ট্যুরিজম ইনডেক্স;

হালাল পর্যটনের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার স্থান শীর্ষে

16:33 - April 30, 2019
সংবাদ: 2608446
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৯ সালে হালাল পর্যটন গন্তব্যের স্থান হিসাবে ইন্দোনেশিয়ার স্থান সকলের শীর্ষে রয়েছে। সম্প্রতি ইসলামী ওয়ার্ল্ড ট্যুরিজম ইনডেক্স এই তথ্য প্রকাশ করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ার পর্যটনমন্ত্রী আরিফ ইয়াহিয়া বলেন: হালাল পর্যটন উন্নয়নে পাঁচ বছর প্রচেষ্টা এবং একাগ্রতা পর অবশেষে বিশ্বের হালাল পর্যটন জন্য সেরা গন্তব্য হিসাবে ইন্দোনেশিয়া শীর্ষ স্থান দখল করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন: ইসলামিক পর্যটন বিশ্বব্যাপী সূচক ভিত্তিতে মালয়েশিয়া সহ মোট 78 পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়া হালাল ওয়ার্ল্ড ট্যুরিজমে প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছে। আর এ জন্য আমাদের গর্বিত হওয়া উচিত।

ইন্দোনেশিয়ায় অবস্থিত ইরানের কালচারাল অ্যাটাশে জানিয়েছেন, ইন্দোনেশিয়ার পর ৭৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তুরস্ক। এছাড়াও পর্যায়ক্রমে সৌদি আরব ৭২ পয়েন্ট, সংযুক্ত আরব আমিরাত ৭১ পয়েন্ট, কাতার ৬৮ পয়েন্ট, মরক্কো ৬৭ পয়েন্ট, বাহরাইন ও ওমান ৬৬ পয়েন্ট, ব্রুনেই দারুসসালাম ও অস্ট্রেলিয়া ৬৫ পয়েন্ট পেয়েছে। iqna

 

 

 

captcha