IQNA

কাতারে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৫০টি দেশের অংশগ্রহণ

22:44 - February 01, 2019
সংবাদ: 2607847
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের কাতারা কালচারাল ইন্সটিটিউট জানিয়েছে, “কাতারা অ্যাওয়ার্ড” ৩য়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ৫০টি দেশের ১৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: কাতারের কাতারা কালচারাল ইন্সটিটিউটের প্রধান খালেদিন ইব্রাহীম সালিতী বলেন: “কাতারা অ্যাওয়ার্ড” ৩য়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার জন্য ১৬টি আরব দেশে থেকে ১৩২৯ জন এবং ৩৪টি অ-আরব দেশ থেকে ৩৭১ জন প্রতিনিধি তাদের কুরআন তিলাওয়াতের অডিও ফাইল উক্ত প্রতিযোগিতার সচিবালয়ে প্রেরণ করেছেন।

তিনি বলেন: এরমধ্যে শুধুমাত্র মিশর, সুদান ও সোমালিয়া থেকে ৫৪২ জন প্রতিযোগী রয়েছে। বিগত বছরের মত এই প্রতিযোগিতায়ও তাজবিদের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক প্রতিযোগীকে নিজস্ব দুইটি তিলাওয়াতের অডিও ফাইল প্রেরণ করতে হবে। প্রত্যেকটি অডিও ফাইল যেন ৬ মিনিটের অধিক না হয়।

“কাতারা অ্যাওয়ার্ড” ৩য়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক সাইয়্যেদ খালেদ আব্দুর রাহিম আস-সাইয়্যেদ এই ব্যাপারে বলেন: এসকল প্রতিযোগীদের মধ্যে প্রতিযোগিতার বিচারক মণ্ডলী ১০০ জন প্রতিযোগীকে পরবর্তী পর্বে অংশগ্রহণ করার জন্য নির্বাচন করবেন। উক্ত প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানী উত্তীর্ণ ১০০ জনকে স্ব-শরীরে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন: দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীদেরকে ২০ জন করে ৫টি দলে বিভক্ত করা হবে। সেমি ফাইনালের জন্য প্রত্যেক দল থেকে ‌১ জন করে নির্বাচন করা হবে।

সাইয়্যেদ খালেদ আব্দুর রাহিম আস-সাইয়্যেদ বলেন: উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসে ২৬টি চ্যানেলে সম্প্রচার করা হবে।

তিনি বলেন: “কাতারা অ্যাওয়ার্ড” ৩য়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় মোট ছয় জন দক্ষ বিচার উপস্থিত থাকবেন এবং প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করবেন।

কাতারের কাতারা কালচারাল ইন্সটিটিউটের প্রতিবেদন অনুযায়ী, এই প্রতিযোগিতার পুরস্কারের জন্য ‌‌১৫ লাখ কাতারি রিয়াল ধার্য করা হয়েছে। এরমধ্যে প্রথম স্থানে উত্তীর্ণকে ৫০০ লাখ কাতারি রিয়াল, দ্বিতীয় স্থানে উত্তীর্ণকে ৪০০ লাখ কাতারি রিয়াল, তৃতীয় স্থানে উত্তীর্ণকে ৩০০ লাখ কাতারি রিয়াল, চতুর্থ স্থানে উত্তীর্ণকে ২০০ লাখ কাতারি রিয়াল এবং পঞ্চম স্থানে উত্তীর্ণকে ১০০ লাখ কাতারি রিয়াল প্রদান করা হবে। iqna

 

captcha