IQNA

ইমাম মাহদীর দীর্ঘ মেয়াদী অন্তর্ধান যুগের প্রকৃত রোজাদার

17:50 - June 05, 2018
সংবাদ: 2605920
পবিত্র ইমামগণ থেকে প্রতীক্ষাকারীদের মর্যাদা সম্পর্কে অনেক রেওয়ায়েত বর্ণিত হয়েছে। ইমাম বাকির(আ.) বলেছেন, ইমাম মাহদীর জন্য প্রতীক্ষার পুরস্কার হচ্ছে রোজা অবস্থায় ইবাদতে মশগুল থাকার সমপরিমাণ।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম হাসান আসকারী(আ.) বলেছেন, ইমাম মাহদীর অন্তর্ধান এত বেশী দীর্ঘায়ীত হবে যে, যাদেরকে আল্লাহ ইমামতের প্রতি প্রতিষ্ঠিত রাখবেন তারাই কেবল ঈমান নিয়ে বেচে থাকবে। এবং মহান আল্লাহ তাদেরকে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য দোয়া করার তাওফিকও দান করবেন।

ইমাম কাজিম(আ.) বলেছেন, আমাদের ঐ সকল শিয়াদের জন্য সুসংবাদ যারা আমাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ রাখে এবং আমাদের বেলায়াত তথা ইমামতের প্রতি বিশ্বাসে অবিচল থাকে। তারা আমাদের থেকে এবং আমরাও তাদের থেকে।

ইমাম মাহদী(আ.)-এর প্রতি আমাদের তিনটি প্রধান দায়িত্ব রয়েছে; যথা- ১. ইমাম মাহদীকে(আ.) সঠিকভাবে চেনা, ২. আহলে বাইতের(আ.) প্রতি মহব্বত ও ভালবাসা পোষণ এবং ৩. আহলে বাইতের(আ.) আনুগত্য এবং আল্লাহর উপাসনা করা।

ইমাম মাহদী(আ.) আমাদের দৃষ্টির অন্তরালে থাকলেও তিনি আমাদের সকল বিষয় সম্পর্কে অবগত আছেন। আর একারণেই ইমামগণ থেকে বর্ণিত নির্দেশ মোতাবেক চলার মাধ্যমে আমরা তার প্রতি আমাদের দায়িত্ব পালন করতে পারব।

 

captcha