IQNA

ইমাম মাহদীর(আ.) জন্য তাবলীগ করতে ইমাম সাদিকের উপদেশ

4:16 - June 03, 2018
সংবাদ: 2605904
ইমাম মাহদীর প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে সবাইকে সচেতন করা আমাদের ধর্মীয় দায়িত্ব। ইমাম মাহদীর সম্পর্কে সবাকে অবগত করা আমাদের ঈমানি দায়িত্ব কেননা বহু হাদিসে এই বিষয়ে ইঙ্গিত করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সুলাইমান ইবনে খালেদ বলেন, আমার পরিবার পরিজন আমার কথা মত চলে আমি কি তাদেরকে আপনাদের সম্পর্কে অবগত করব, যাতে তারা আহলে বাইতেকে চেনে এবং তাদের আনুগত্য করে। ইমাম সাদিক(আ.) বললেন: অবশ্যই বলবে, কেননা এটা তোমদের দ্বীনি দায়িত্ব।

তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের পরিবার পরিজনকে ঐ আগুন থেকে রক্ষা করা যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। আর তার জন্য তোমাদের কর্তব্য হচ্ছে আহলে বাই সম্পর্কে এবং বিশেষ করে জামানার ইমাম সম্পর্কে সবাইকে অবগত করা।

কাফী ২য় খণ্ড, পৃ: ২১১।

ইমাম মাহদী(আ.)-এর প্রতি আমাদের তিনটি প্রধান দায়িত্ব রয়েছে; যথা- ১. ইমাম মাহদীকে(আ.) সঠিকভাবে চেনা, ২. আহলে বাইতের(আ.) প্রতি মহব্বত ও ভালবাসা পোষণ এবং ৩. আহলে বাইতের(আ.) আনুগত্য এবং আল্লাহর উপাসনা করা।

ইমামত হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে একটি বড় দয়া এবং আল্লাহ আমাদেরকে যে মূল্যবান উপহার দিয়েছেন তা যে কোন স্থানে রাখা যাবে না। অনুরূপভাবে আল্লাহ যখন আমাদেরকে কোন কিছু উপহার দিবেন আমরা বলতে পারব না যে কোথায় দিবেন।

পবিত্র কুরআনে আরও বর্ণিত হয়েছে: চন্দ্র, সূর্য, আকাশ বাতাস সবাই তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে পথ প্রদর্শক ব্যতীত ছেড়ে দেয়া হয় নি।

সুতরাং আমরা যদি বলি যে আল্লাহ নবী প্রেরণ করেন নি, তাহলে বলতে হবে আল্লাহ প্রজ্ঞাবান নন। এবং যদি বলি রাসূল(সা.) উম্মতের কাণ্ডারি হয়েও তার পর নিজের প্রতিনিধি মনোনীত করে যান নি তাহলেও বলতে হবে রাসূল(সা.) তার রেসালতকে সম্পূর্ণ করে যান নি।

 

captcha