IQNA

শারজাহয় শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার নাম নিবন্ধন শুরু

21:07 - January 24, 2018
সংবাদ: 2604877
আন্তর্জাতিক ডেস্ক: শারজাহয় 'কুরআন ও নবীর (সা.) সুন্নত' শিরোনামে ৪র্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার নাম নিবন্ধন ২১শে জানুয়ারি থেকে শুরু হয়েছে।

 শারজাহয় শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার নাম নিবন্ধন শুরু

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতা নবীর (সা.) সুন্নত এবং সম্পূর্ণ কুরআন হেফজ, ২০ পারা হেফজ, ১০ পারা হেফজ, ৫ পারা হেফজ বিভাগে অনুষ্ঠিত হবে।

'কুরআন ও নবীর (সা.) সুন্নত' প্রতিযোগিতার আয়োজক কমিটি ২১শে জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে: শারজাহর 'কুরআন ও সুন্নত' ইন্সটিটিউটের সহযোগিতায় অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা শারজাহর 'কাশিমিয়া' বিশ্ববিদ্যালয়ে ২য় এপ্রিলে শুরু হবে।

কাশিমিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান রিশাদ সালেম এব্যাপারে বলেন: 'কাশিমিয়া' বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 'কুরআন ও নবীর (সা.) সুন্নত' ৪র্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মুল উদ্দেশ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কুরআনিক শিক্ষার্থীদের একত্রিত করা এবং পরবর্তী প্রজন্মকে কুরআনের আলোতে গড়ে তোলা।

তিনি আরও বলেন: এই বছরে শারজাহর শাসক 'কাশিমিয়া' বিশ্ববিদ্যালয়ের "কুরআনুল কারিম" অনুষদের উদ্বোধন করেছেন। এখন থেকে এই অনুষদে পবিত্র কুরআনের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবছর 'কুরআন ও নবীর (সা.) সুন্নত' শিরোনামে ৪র্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার হিসেবে ৩ লাখ দিরহাম ধার্য করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা শারজাহর 'কাশিমিয়া' বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

iqna

 

 

captcha