IQNA

স্বাগত মাহে রবিউল আওয়াল

19:05 - November 21, 2017
সংবাদ: 2604371
পবিত্র রবিউল আওয়াল মাস হিজরি বছরের তৃতীয় মাস। এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ১৭ তারিখ; যেদিন মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ও ইমাম জাফর সাদিকের (আ.) জন্ম গ্রহণ হয়েছিল।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রবিউল আওয়াল শব্দের অর্থ প্রথম বসন্ত। তাই আরবি হিজরি সনের মধ্যে রবিউল আওয়াল মাসটি হলো অত্যন্ত সৌভাগ্য ও বসন্তময়। ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনার জন্ম হয়েছে এ মাসে। নিচে আমরা সেগুলোর কিয়দাংশ তুলে ধরছি-

১- রবিউল আওয়াল মাসের প্রথম তারিখ হলো রাসূলের (সা.) হিজরতের রাত; এ রাতে তিনি স্বীয় বিছানাতে আমিরুল মু'মিনিন আলীকে (আ.) ঘুমিয়ে রেখে নিজে রাতের আধারে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদীনায় হিজরত করেছিলেন। ইসলামের ইতিহাসে এ রাতকে লাইলাতুল মাবিদ বলা হয়। রাসূলের (সা.) এ হিজরতের মধ্য দিয়ে নবীন ইসলাম এক নতুন দিগন্তের দিকে প্রসারিত হতে থাকে। কারণ মক্কার কুরাইশ গোত্রের লোকেরা সংঘবদ্ধভাবে রাসূলকে (সা.) হত্যার পরিকল্পনা করলে আল্লাহ তায়ালা তাকে মক্কা থেকে মদীনায় হিজরতের মধ্য দিয়ে তাদের উক্ত নীল নকশাকে ব্যর্থ করে দেন এবং মদীনাকে কেন্দ্র করে সারা বিশ্বে ইসলামের বাণী ছড়িয়ে পড়ে।

২- ৮ই রবিউল আওয়াল হল একাদশতম ইমাম হযরত হাসান আসকারীর (আ.) শাহাদত দিবস, ২৬০ হিজরীর এ দিন তিনি ইরাকের সামেরা নগরীতে শাহাদত বরণ করেন।

৩- ৮ই রবিউল আওয়াল একাদশতম ইমাম হযরত হাসান আসকারীর (আ.) শাহাদতের পর ৯ই রবিউল আওয়াল থেকে ইমামতিধারায় অভিষিক্ত হন তারই সুযোগ্য পুত্রসন্তান এবং দ্বাদশতম ইমাম হযরত ইমাম মাহদী (আ.)। তাই ৯ রবিউল আওয়াল হল হযরত ইমাম মাহদীর (আ.) ইমামতিধারায় অভিষিক্ত দিবস।

৪- ১০ই রবিউল আওয়াল হল রাসূল (সা.) ও হযরত খাদিজাতুল কোবরার মাঝে বিবাহ বন্ধন দিবস।

৫- সুন্নী মাযহাবের অনুসারীদের বিশ্বাস অনুযায়ী রবিউল আওয়াল মাসের ১২ তারিখ হল মিলাদুন্নবী (সা.) তথা মহানবী হযরত মুহাম্মাদের (সা.) জন্ম দিবস।

৬- পবিত্র রবিউল আওয়াল মাসের সবচেয়ে স্বরণীয় ঘটনা হলো এ মাসের ১৭ তারিখে জন্ম হয়েছে মানবেতিহাসের দু'নক্ষত্রতুল্য ব্যক্তিত্ব হযরত মুহাম্মাদ (সা.) ও ইমাম জাফর সাদীকের (আ.)। এ দিন আমল ফিল বর্ষের শুক্রবার ভোরে মক্কা নগরীতে জন্মলাভ করেন। একই দিনে হিজরী ৮৬ সনে রাসূলের (সা.) বংশধারার ৬ষ্ঠ মাসুম ইমাম তথা ইমাম জাফর সাদীকের মহিমান্বিত জন্ম হয়েছে।    

রবিউল আওয়াল মাসের উল্লেখযোগ্য বিশেষ আমলসমূহ-

এক- মাসের প্রথম দিন গোসল করা এবং সদকা দেয়া

দুই- দুই রাকাত নামায আদায় করা। প্রথম রাকাতে সূরা ফাতেহার পর ত্রিশ বার সূরা তওহিদ (মাসের ত্রিশ দিনের নিয়্যাতে) পাঠ করা এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতেহার পর ত্রিশ বার সূরা ক্বাদর পাঠ করা।

হাদীসে বর্ণিত হয়েছে যে, যদি কেউ উপরোক্ত আমলগুলো রবিউল আওয়াল মাসের প্রথম দিন আঞ্জাম দেয়, তাহলে সে সব ধরনের বিপদাপদ থেকে মুক্ত থাকবে। আরও বর্ণিত হয়েছে যে, প্রত্যেক আরবী মাসের প্রথম দিন এ আমল সম্পাদন করা মুস্তাহাব।

সূত্র: মাফাতিউল হায়াত গ্রন্থ, প্রণেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা জাওয়াদি আমুলি
captcha