IQNA

শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা ঈসা কাসিমের সমর্থনে বাহরাইন জুড়ে বিক্ষোভ

18:48 - February 24, 2017
সংবাদ: 2602601
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম শেখ ঈসা কাসিমের বিচার কার্যক্রম শুরুর আগে তার সমর্থনে দেশটির হাজার হাজার মানুষ আলে-খলিফা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন।

বার্তা সংস্থা ইকনা: গতকাল (বৃহস্পতিবার) বিকেলে রাজধানী মানামা ও এর উপকণ্ঠে অবস্থিত সানাবিস গ্রাম এবং পূর্বাঞ্চলীয় সিতরা দ্বীপসহ সারা দেশে বিক্ষোভকারীরা শেখ ঈসা কাসিমের সমর্থনে রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। এসময় লোকজন শীর্ষ এ আলেমের ছবি সংবলিত ব্যানার বহন করেন এবং তার পক্ষে নানা স্লোগান দেন।

এছাড়া, শেখ কাসিমের নিজ গ্রাম দিরাজে অবস্থিত আল-ফাদা স্কয়ারে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচী পালন করছেন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। আলে-খলিফা সরকারের বাহিনী গ্রামটি কয়েক মাস ধরে অবরোধ করে রেখেছে।

গত বছরের ২০ জুন বাহরাইনের রাজতান্ত্রিক সরকার শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার ঘোষণা দেয়। প্রবীণ এ আলেম বিদেশিদের স্বার্থে কাজ করছেন এবং দেশে সাম্প্রদায়িকতা ছড়ানোর কাজে তিনি তার অবস্থান ও মর্যাদাকে ব্যবহার করছেন বলে অভিযোগ আনা হয়। তবে শেখ কাসিম এ দাবিকে ভিত্তিহীন বলে তা অস্বীকার করেছেন। 

পার্সটুডে
captcha