IQNA

মুসলমানদের সংখ্যা বৃদ্ধির জন্য উদ্বিগ্ন ভারতের মন্ত্রী

14:34 - October 25, 2016
সংবাদ: 2601831
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী "রাজ সিং সিদ্ধান্ত" সেদেশের মুসলমানদের সংখ্যা বৃদ্ধির জন্য উদ্বেগ প্রকাশ করে বলেছেন: ভারতে হিন্দু নাগরিক বৃদ্ধির বিষয়টি গভীরভাবে বিবেচনা করতে হবে।
মুসলমানদের সংখ্যা বৃদ্ধির জন্য উদ্বিগ্ন ভারতের মন্ত্রী
বার্তা সংস্থা ইকনা: রাজ সিং বলেছেন: ভারতে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। হিন্দুদের এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, কারণ দেশের আটটি প্রদেশে হিন্দু জনসংখ্যা হ্রাস পেয়েছে।

তিনি আরও বলেন: ১৯৪৭ সালে (ভারতের স্বাধীনতার বছর) ভারতে ১০ শতাংশ মুসলিম অধিবাসী ছিল। বর্তমানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ২৪ শতাংশে দাঁড়িয়েছে। অপরদিক থেকে ১৯৪৭ সালে হিন্দু অধিবাসীর সংখ্যা ৯০ শতাংশ ছিল এবং বর্তমানে তা হ্রাস পেয়ে ৭৬ শতাংশে দাঁড়িয়েছে।

আর এজন্য রাজ সিং মুসলমান শব্দের আগে সংখ্যালঘু শব্দটি যোগ করার আহ্বান করেছেন। কারণ ভারতে বর্তমানে এমটি কিছু শহর রয়েছে যেখানে মুসলমানদের সংখ্যালঘু হিসেবে গণ্য করা হয়ে না।

কিছু দিন পূর্বে ভারতের অপর এক কর্মকর্তা হিন্দু জনসংখ্যা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে ১০২ কোটি জনসংখ্যার মধ্যে মুসলমানদের সংখ্যা ১৮ কোটি এবং বর্তমানে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারত সবথেকে অধিক মুসলমান জীবনযাপন করেন।

iqna


captcha