IQNA

পাকিস্তানে বাধ্যতামূলক করা হলো কুরআন শিক্ষা

22:26 - June 05, 2016
সংবাদ: 2600909
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সরকার এক নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সেদেশের সকল সরকারী ও বেসরকারি স্কুলে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে।


বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের "পেশাওয়ার" সংবাদপত্র ঘোষণা করেছে: পাকিস্তানের সরকার সেদেশের সকল সরকারী ও বেসরকারি স্কুলে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে।
এ ব্যাপারে পাকিস্তানের ধর্ম মন্ত্রী ঘোষণা করেছেন: সরকারী ও বেসরকারি প্রাথমিক স্কুলসমূহের (প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর) শিক্ষার্থীদের জন্য রুখানি ও তিলাওয়াত এবং উচ্চ বিদ্যালয়ের (সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর) শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআন তিলাওয়াত ও অনুবাদ বাধ্যতামূলক করা হয়েছে।
এ ব্যাপারে প্রাদেশিক সরকারসমূহও একমত প্রকাশ করেছে এবং এই প্রকল্প বাস্তবায়নের জন্য সাহায্য করছে।
iqna
ট্যাগ্সসমূহ: কুরআন ، পাকিস্তানের
captcha