IQNA

সিরিয়ার গোলান ভূমিতে ইসরাইলের কেবিনেট বৈঠকের নিন্দা জানাল ইরান

23:27 - April 19, 2016
সংবাদ: 2600636
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিরিয়ার গোলান ভূমিতে ইসরাইলের কেবিনেট বৈঠকের নিন্দা জানিয়েছেন।
সিরিয়ার গোলান ভূমিতে ইসরাইলের কেবিনেট বৈঠকের নিন্দা জানাল ইরান
বার্তা সংস্থা ইকনা: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাবের আনসারি আজ মঙ্গলবার ১৯ই এপ্রিল রাজধানী তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেছেন: জায়নবাদি ইসরাইল দীর্ঘ দিন ধরে সিরিয়ার সার্বভৌম লঙ্ঘন করে গোলান মালভূমি দখল করে রেখেছে।

"গোলান মালভূমি চিরদিন তেল আবিবের হাতে থাকবে” বলে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করার পর গতকাল (রোববার) সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। রোববার মন্ত্রীসভার বৈঠকে নেতানিয়াহু দাবি করেন, সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের অংশ বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি দেয়া উচিত। অধিকৃত গোলান এলাকায় ইসরাইলের মন্ত্রীসভার বৈঠক হয়। ইরান দখলদার ইসরাইলের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে।

উল্লেখ্য ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদীরা গোলান মালভূমি দখল করে নেয় তবে আজ পর্যন্ত আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি পায় নি।
iqna

ট্যাগ্সসমূহ: সিরিয়া ، ইরানের ، ইসরাইলের
captcha