IQNA

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন ঘেরাও

16:56 - July 23, 2020
সংবাদ: 2611188
তেহরান (ইকনা): ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুর্নীতিবাজ ও ‘ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে বি'ক্ষোভ মিছিল করেছেন ইসরায়েলিরা। মঙ্গলবার জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবন ঘেরাও করে দুই সহস্রাধিক আ'ন্দোলনকারী তার পদত্যাগের দাবিতে বি'ক্ষোভ সমাবেশ করেছে।

করোনাভাইসের প্রা'দুর্ভাবের কারণে বেকার হয়ে পড়াদের প্রণোদনা না দেয়ায় নেতানিয়াহুকে ক্ষ'মতাচ্যুত করার আ'ন্দোলনে নেমেছেন ইসরাইলিরা।
এদিকে করোনার কারণে তিন মাস স্থগিত রাখার পর জেরুজালেমের আদালতে সম্প্রতি আবারও শুরু হয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর বি'রুদ্ধে করা ঘুষ-দুর্নীতির মা'মলার বিচারকাজ।

সব মিলিয়ে সময়টা খারাপই যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর। বেকারদের প্রণোদনার আশ্বাস দিলেও খুবই অল্প অর্থ দেয়া হচ্ছে- তাও আবার দিচ্ছে অনেক দেরি করে।
এ কারণে ইসরাইলি প্রধানমন্ত্রীকে প্র'তারক ও ‘ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে বি'ক্ষোভ মি'ছিল করছেন বেকার হয়ে পড়া লোকজন।

সূত্র: mtnews24

captcha