IQNA

ডিল অব দ্য সেঞ্চুরির বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টের ১৩৩ এমপির বিবৃতি

21:12 - January 31, 2020
সংবাদ: 2610145
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ পার্লামেন্টের ১৩৩ জন সদস্য ডিল অব দ্য সেঞ্চুরির বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। ফিলিস্তিনের মাআ সংবাদ সংস্থা জানিয়েছে, ওই বিবৃতিতে তথাকথিত 'শতাব্দি চুক্তি' প্রত্যাখ্যান করার জন্য পার্লামেন্ট সদস্যরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিবৃতিতে স্বাক্ষরকারী এমপি'রা মার্কিন ওই শতাব্দি চুক্তিকে ফিলিস্তিনি জাতির অধিকার এবং আন্তর্জাতিক রীতিনীতির প্রতি মারাত্মক আঘাত বলে উল্লেখ করেছেন।

আলোচনার টেবিলে ফিরে আসার ব্যাপারে ওই চুক্তিতে যৌক্তিক কোনো নির্দেশনা নেই। বরং শান্তি অর্জনের সুযোগগুলো কমে গেছে এবং আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘনেরও হুমকি তৈরি হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। ব্রিটিশ ওই এমপি'রা আরও বলেছেন, এমন একটা সময়ে ডিল অব দ্য সেঞ্চুরি উন্মোচন করা হয়েছে যখন ইসরাইলি সেনারা ঘরবাড়ি ভেঙে দেয়ায় গৃহহীন উদ্বাস্তু ফিলিস্তিনিরা ভীষণ কষ্টে দিন কাটাতে বাধ্য হচ্ছে।

২৮ জানুয়ারি মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউজে বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ডিল অব দ্য সেঞ্চুরি উন্মোচন করেছে। ইহুদিবাদী-মার্কিন ও ফিলিস্তিন বিরোধী এই চুক্তি অনুযায়ী সমগ্র বায়তুল মোকাদ্দাস ইসরাইলকে হস্তান্তর করা হবে। বিভিন্ন দেশে যেসব ফিলিস্তিনি শরণার্থী রয়েছে তারা আর তাদের ভিটেমাটিতে ফিরতে পারবে না। গাজা আর পশ্চিম তীরের বাকি জায়গাটুকুই কেবল ফিলিস্তিনের অধিকারভুক্ত থাকবে।

বিশ্বের বহু মুসলিম দেশ এবং ফিলিস্তিনের সকল দল ও গোষ্ঠি এই চুক্তির বিরোধিতা করেছে।  iqna

 

captcha