IQNA

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করবে আইসিসি

14:57 - December 21, 2019
সংবাদ: 2609873
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলের যুদ্ধাপরাধের পুরোপুরি তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-র প্রধান কৌঁসুলি ফাতো বেনসুদা। তিনি বলেছেন, এই তদন্তের পর ইসরাইলি ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যেতে পারে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শুক্রবার এক বিবৃতিতে বেনসুদা বলেন, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এবং হচ্ছে। তিনি বলেন, যেহেতু ফিলিস্তিনি অঞ্চল থেকে এই তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে, তাই এটি শুরু করার জন্য বিচারকদের অনুমোদনের প্রয়োজন নেই।

তবে কোনও ভূতাত্ত্বিক অবস্থানকে তদন্ত করবে পারবে তার টিম সে ব্যাপারে আইসিসি’র প্রি-ট্রায়াল চেম্বারের কাছে রুল আবেদন করেছেন বেনসুদা।

এদিকে আইসিসির এমন ঘোষণার পর ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমনটা করার ‘এখতিয়ার এই আদালতের নেই।’ ইসরাইল আইসিসির সদস্য নয়।

তিনি বলেন, এটা সত্য ও ন্যায়বিচারের জন্য একটি কালো দিন। এটা ভিত্তিহীন এবং ভয়ানক সিদ্ধান্ত।

অন্যদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেছেন, ফিলিস্তিনিদের কারসাজির দ্বারা প্রভাবিত হয়েছেন এই কৌঁসুলি, যারা এই আদালতকে উইপেনাইজ করতে চায়।
সূত্র: rtvonline

captcha