IQNA

রাশিয়ান মুসলিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কার হচ্ছে হজের টিকিট

22:24 - February 24, 2019
সংবাদ: 2608008
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ১০০ জন মুসলিম ক্রীড়াবিদ জুজুৎসু টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার হিসেবে হজে পাঠানো হবে।

বার্তা সংস্থা ইকনা: রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে জুজুৎসু প্রতিযোগিতার অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় রাশিয়ার ১০০ জন মুসলিম প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

এই টুর্নামেন্টটি তাতারস্তানের ধর্মীয় আলেম "শাহাবুদ্দীন মারদজানি"র স্মৃতিচারণে অনুষ্ঠিত হয়েছিল।

২০০০ সালের পরে জন্মগ্রহণকারী নারী ও পুরুষ ক্রীড়াবিদগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। নারী ও পুরুষদের জন্য আলাদাভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই বছরে বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে হজ এবং ওমরায় পাঠানো হবে।

উল্লেখ্য, জুজুৎসু একটি জাপানি মার্শাল আর্ট এবং নিকট যুদ্ধের পদ্ধতি যেখানে কোন অস্ত্র ব্যবহার না করেই বা ছোট অস্ত্র ব্যবহার করে অস্ত্রধারী এবং ঢাল ব্যবহারকারী বিপক্ষকে পরাস্ত করতে ব্যবহিত হয়। জুজুৎসু শব্দটি প্রায়শই জুজিৎসু, জু-জিৎসু, জিউ-জুৎসু, জিউ-জিৎসু হিসেবে বানান করা হয়। iqna

 

 

 

captcha