IQNA

ইসলাম ধর্মে দীক্ষিত হলেন সার্বিয়ান এক নারী + ছবি

20:51 - February 06, 2019
সংবাদ: 2607887
আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়া ও হার্জেগোভিনা রাজধানী সারায়েভোয় এক ধর্মীয় অনুষ্ঠানে শাহাদাতাইন পাঠ করার মধ্যে সার্বিয়ান এক নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: বসনিয়া ও হার্জেগোভিনা রাজধানী সারায়েভোর ভিগুশিচা এলাকার “ইমাম মাহদী (আ.)” নামক হুসাইনিয়াতে উপস্থিত হয়ে সার্বিয়ান নারী “তিয়ানা মিলোস্লাভোভিচ” শাহাদাতাইন পাঠ করার মাধ্যমে মুসলমান হয়েছেন।
চলতি বছরের আরবাইনে [ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের চল্লিশার অনুষ্ঠান] সার্বিয়ান যাজক “ঘুরান আর্সিচ” ইরাকের নাজাফ নগরীতে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে শাহাদাতাইন পাঠ করার মাধ্যমে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। “তিয়ানা মিলোস্লাভোভিচ” শাহাদাতাইন পাঠের অনুষ্ঠানে নওমুসলিম “ঘুরান আর্সিচ”ও উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আশ্চর্য জনক বিষয় হচ্ছে “তিয়ানা মিলোস্লাভোভিচ”-এর ইসলাম ধর্ম গ্রহণের পরপরই তার বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। “ঘুরান আর্সিচ”-এর সাথে “তিয়ানা মিলোস্লাভোভিচ” বিবাহ সম্পন্ন হয়।
ভিগুশিচার হোয়াইট লিলি ফাউন্ডেশনের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুস্তাফা কামালের নিকট হতে ইসলাম ধর্মে বিয়ে এবং পরিবার গঠনের গুরুত্বের কথা শুনে এই দুই নওমুসলমান একে অপরের সাথে বিয়ে করেন। iqna

captcha