IQNA

জার্মানের মসজিদে ইসলাম বিদ্বেষীদের হামলা

18:52 - January 01, 2019
সংবাদ: 2607661
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের পশ্চিমাঞ্চলীয় ডুইসবার্গ শহরে নির্মাণাধীন একটি মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: অজ্ঞাত ব্যক্তিরা ৩০শে ডিসেম্বর এই মসজিদে হামলা চলিয়ে "দ্য স্টার অফ ডেভিড" (ইহুদীধর্মের প্রতীক) ছবি অঙ্কন করেছে।
ডুইসবার্গ শহরের নির্মাণাধীন এই মসজিদে এই মসজিদের তত্ত্বাবধায়ক এবং জামিয়াতুল ইসলাম সংগঠনের প্রধান খলুসু ইউকসেল বলেন: এই মসজিদটি নির্মাণ করতে ১৮ মাস সময় লাগবে। নির্মাণাধীন এই মসজিদের অবমাননার ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে।
তিনি বলেন: পুলিশ এখনও হামলাকারীদের সনাক্ত করতে সক্ষম হয়নি। জামিয়াতুল ইসলাম সংগঠন সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে আদালতে মামলা দায়ের করবে।
ডেভিডের তারকা বা দাউদের ঢালটি দুটি সমান্তরাল ত্রিভুজ, এক ঊর্ধ্বমুখী এবং এক নিচের দিক দিয়ে গঠিত হয়েছে।
এই চিহ্নটি বিভিন্ন ধর্ম ও মাজহাব বিশেষ করে আধুনিক ইহুদী ধর্মাবলম্বীরা ব্যবহার করে।
উনবিংশ শতাব্দীতে পূর্ব ইউরোপের ইহুদীদের মধ্যে বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের ইহুদীদের মধ্যে স্টার অফ ডেভিড এর ব্যবহার তীব্রতর হয়। এই চিহ্নটি ব্যবহারের প্রধান উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টানদের ক্রুশের বিরোধিতা করা।
iqna

 

captcha