IQNA

আফগানিস্তানের বাগরামিতে ম্যাগনেটিক মাইন বিস্ফোরণ

20:37 - December 21, 2018
সংবাদ: 2607601
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বাগরামি শহরের এক সংসদ সদস্যের বাড়ির পাশে এক ম্যাগনেটিক মাইন বিস্ফোরণ ঘটেছে।

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রীয় শহর বাগরামিতে এই ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনাটি কাবুলের সিকিউরিটির কমান্ডার নিশ্চিত করে বলেছেন: এই মাইনটি ম্যাগনেটিক মাইন ছিল যা কাবুলে বিস্ফোরিত হয়েছে।
কাবুলের নিরাপত্তা কমান্ডের মুখপাত্র বাসির মুজাহিদ এ ব্যাপারে বলেন: এই ম্যাগনেটিক মাইনটি একজন সেনার মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটেছে। মাইনটি বিস্ফোরণের ফলে মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
এছাড়াও, রাশিয়ার সংবাদভিত্তিক ওয়েবসাইট স্পটনিক ব্যক্ত করেছে: আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করে করে বলেছে: বাগরামির মিয়ারভিস টাউনশিপের কাছাকাছি অ্যাটর্নি জেনারেল প্রতিরক্ষামূলক বেসের নিকটে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাইনটি বিস্ফোরণের ফলে দুই জন আহত হয়েছে।
এদিকে বাঘলান প্রদেশের নিরাপত্তা বিভাগের পুলিশ কমান্ডের ওহিদুল্লাহ নিজামীর বরাত দিয়ে আফগানিস্তানের সংবাদভিত্তিক ওয়েবসাইট "খাবরনামা" এ ব্যাপারে উল্লেখ করেছে, এই ম্যাগনেটিক বোমাটি আফগান সংসদ সদস্য মোহাম্মাদ জারিফের একজন মেহমানের মোটরসাইকেলে পূর্ব থেকে সন্ত্রাসীরা লাগিয়ে রেখেছিল। আজ সকালে বোমা এই সংসদ সদস্যের বাড়ীর নিকটে বিস্ফোরিত হয়।
উল্লেখ্য, সন্ত্রাসী গোষ্ঠী তালেবান গতকাল দায়গান্দী (আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে একটি প্রদেশে) প্রদেশে হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলার ফলে পুলিশের ২০ জন সদস্য হতাহত হয়েছেন।
iqna

 

captcha