IQNA

ভারতে কুয়েত ১০০টি মসজিদ নির্মাণ করবে

4:41 - September 03, 2018
2
সংবাদ: 2606615
বার্তা সংস্থা ইকনা: চলতি বছরে "কুয়েতি ফুড ব্যাংক" চ্যারিটি ফাউন্ডেশন ভারতে ১০০টি মসজিদ ও কয়েক ডজন কুপ খনন করবে।


বার্তা সংস্থা ইকনা: কুয়েতের ফুড এন্ড হেল্প ব্যাংক চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান "সালেমুল হিমার" ঘোষণা করেছেন: এই ফাউন্ডেশনে ভারতে ১০০টি মসজিদ ও কয়েক ডজন কুপ খনন প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তিন বলেন: কুয়েতের বাহিরে বঞ্চিতদের সহায়তা প্রদান প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
হিমার আরও বলেছেন: ভারতের প্রতিটি মসজিদ নির্মাণ করতে প্রায় ২৫০০ দিনার (৮২৫৭ ডলার) এবং প্রতিটি কূপ নির্মাণ করতে ৫০ দিনার (‌১৬৫ ডলার) ব্যয় হবে।
ভরতে মুসলিম অধ্যুষিত এলাকায় মিষ্টি পানির প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন: ভারতে এখনও অনেক বঞ্চিত এলাকা রয়েছে যেখানে বিশুদ্ধ পানি সংগ্রহণ করাতে অনেক গেলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।
কুয়েতের ফুড এন্ড হেল্প ব্যাংক চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান সালেমুল হিমার আরও বলেন: এ পর্যন্ত এই ফাউন্ডেশন অনেক মুসলিম দেশের দরিদ্র মুসলমানদের সাহায্য প্রদান করেছে। বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে, দরিদ্রদের খাদ্যদ্রব্য ক্রয় করার জন্য তাদের মাঝে কুপেন বিতরণ করবে।
iqna

 

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
জনাব
শিক্ষা বিষয়ক সব কথা সকলের কাছে বলাও যায়না ,
সকলে বুঝেও না ,
এদিকে ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে এইসকল বিষয় বা এইসব ছোট ছোট শিক্ষা সামগ্রীগুলোও জোগাড় করে ব্যবস্হা করে দিতে হয় ,

জনাব
বর্তমান এই কয়েক মাস শিক্ষা বছরের শুরু হিসেবে আমাদের উত্তর বঙ্গে প্রতিষ্ঠিত ৩৪৪ টা মক্তব মাদ্রাসায় আর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আমাদের নিজেদের তৈরি ৯২ টা মাদ্রাসায় কমপক্ষে প্রতিটি মাদ্রাসায় আপাতত ১০ পেকেট চক আর কমপক্ষে ১০ পিস শ্লেট ব্যবস্থা করে পাঠানো দরকার ,

জনাব সর্বমোট ৩৪৪+৯২ = ৪৩৬ টি মাদ্রাসায় ১০ পেকেট করে ৪৩৬০ পেকেট চক আর শ্লেট ঢাকা নীল ক্ষেত বা ঢাকা বাংলা বাজার থেকে পাইকারী দামে কিনে আমাদের ঐ মাদ্রাসা গুলোর শুধু মাত্র একান্ত গরীব অসহায় দরিদ্র বাচ্চাদের হাতে হাতে দিয়ে আসতে পারলে ভীষণ উপকার হবে ইনশাআল্লাহ,

বিশেষ করে ঐ ৪৩৬ টি মাদ্রাসায় যারা বর্তমানে কোরআন শরীফ সবক নেওয়ার উপযুক্ত হয়েছে শুধু ঐ বাচ্চাদের কে এক কপি করে হাফেজী কোরআন শরীফ আর প্লাস্টিকের রেহাল ব্যবস্থা করে দিয়ে আসতে পারলে ভীষণ উপকার হবে ইনশাআল্লাহ,
আমরা হিসাব করেছি বর্তমানে প্রতি মাদ্রাসায় কমপক্ষে গড়ে ১২ জনকে এক কপি করে হাফেজী কোরআন শরীফ দিতে হবে ইনশাআল্লাহ,
সেই হিসেবে ৪৩৬ টি মাদ্রাসায় ১২ কপি করে সর্বমোট ৫২৩২ কপি হাফেজী কোরআন শরীফ আর প্লাস্টিকের রেহাল ব্যবস্থা করে দিয়ে আসতে হবে ইনশাআল্লাহ,
আজ্ঞাতনামা
0
0
জনাব
শিক্ষা বিষয়ক সব কথা সকলের কাছে বলাও যায়না ,
সকলে বুঝেও না ,
এদিকে ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে এইসকল বিষয় বা এইসব ছোট ছোট শিক্ষা সামগ্রীগুলোও জোগাড় করে ব্যবস্হা করে দিতে হয় ,

জনাব
বর্তমান এই কয়েক মাস শিক্ষা বছরের শুরু হিসেবে আমাদের উত্তর বঙ্গে প্রতিষ্ঠিত ৩৪৪ টা মক্তব মাদ্রাসায় আর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আমাদের নিজেদের তৈরি ৯২ টা মাদ্রাসায় কমপক্ষে প্রতিটি মাদ্রাসায় আপাতত ১০ পেকেট চক আর কমপক্ষে ১০ পিস শ্লেট ব্যবস্থা করে পাঠানো দরকার ,

জনাব সর্বমোট ৩৪৪+৯২ = ৪৩৬ টি মাদ্রাসায় ১০ পেকেট করে ৪৩৬০ পেকেট চক আর শ্লেট ঢাকা নীল ক্ষেত বা ঢাকা বাংলা বাজার থেকে পাইকারী দামে কিনে আমাদের ঐ মাদ্রাসা গুলোর শুধু মাত্র একান্ত গরীব অসহায় দরিদ্র বাচ্চাদের হাতে হাতে দিয়ে আসতে পারলে ভীষণ উপকার হবে ইনশাআল্লাহ,

বিশেষ করে ঐ ৪৩৬ টি মাদ্রাসায় যারা বর্তমানে কোরআন শরীফ সবক নেওয়ার উপযুক্ত হয়েছে শুধু ঐ বাচ্চাদের কে এক কপি করে হাফেজী কোরআন শরীফ আর প্লাস্টিকের রেহাল ব্যবস্থা করে দিয়ে আসতে পারলে ভীষণ উপকার হবে ইনশাআল্লাহ,
আমরা হিসাব করেছি বর্তমানে প্রতি মাদ্রাসায় কমপক্ষে গড়ে ১২ জনকে এক কপি করে হাফেজী কোরআন শরীফ দিতে হবে ইনশাআল্লাহ,
সেই হিসেবে ৪৩৬ টি মাদ্রাসায় ১২ কপি করে সর্বমোট ৫২৩২ কপি হাফেজী কোরআন শরীফ আর প্লাস্টিকের রেহাল ব্যবস্থা করে দিয়ে আসতে হবে ইনশাআল্লাহ,
captcha