IQNA

ইমাম রেজার (আ.) দৃষ্টিতে সঠিক ইসলামী জীবন পদ্ধতি

7:08 - July 30, 2018
সংবাদ: 2606335
বিশ্বনবী হযরত মুহাম্মাদের (সা.) পবিত্র আহলে বাইত তথা মাসুম বংশধররা ছিলেন খোদায়ী নানা গুণ ও সৌন্দর্যের প্রকাশ। তাঁরা ছিলেন মানব জাতির জন্য পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ আদর্শ। তাঁদের মহত গুণ ও যোগ্যতাগুলো সত্য-সন্ধানী এবং খোদা-প্রেমিকদের জন্য অফুরন্ত শিক্ষা ও প্রেরণার উৎস হয়ে আছে।



বার্তা সংস্থা ইকনা: শেখ সাদুক ইমাম রেজা (আ.) সম্পর্কে এক বইয়ে লিখেছেন, অসাধারণ নানা গুণ ও যোগ্যতার জন্য আলী ইবনে মুসা রেজা (আ.) রেজা বা সন্তুষ্ট, সাদিক বা সত্যবাদী, ফাজেল বা গুণধর, মু'মিনদের চোখের প্রশান্তি বা আলো ও কাফির বা অবিশ্বাসীদের ক্ষোভের উৎস প্রভৃতি উপাধিতে ভূষিত হয়েছিলেন।

প্রতিটি ইমামের পক্ষ থেকে আমাদের সঠিকভাবে জীবন-যাপনের জন্য বহু হাদিস বর্ণিত হয়েছে। মোটকথা ইমামদের কথা, কাজ সবই হচ্ছে আমাদের জীবন চলার বাতি।

ইমাম রেজা (আ.) বলেছেন: জ্ঞান ও প্রজ্ঞা হচ্ছে এমন এক গচ্ছিত সম্পদের মত যার চাবি হল, প্রশ্ন। আল্লাহর রহমত তোমাদের ওপর বর্ষিত হোক, কারণ প্রশ্নের মাধ্যমে চার গ্রুপ তথা প্রশ্নকারী, শিক্ষার্থী, শ্রবণকারী ও প্রশ্নের উত্তর-দাতা সবাই-ই সাওয়াব বা পুরস্কার লাভ করেন।

তিনি বলেছেন: মুমিন ক্রোধান্বিত হলেও, ক্রোধ তাকে অপরের অধিকার সংরক্ষণ থেকে বিরত করে না।

ইমাম রেজা(আ.) আরও বলেছেন: কিয়ামতে সেই ব্যক্তি আমাদের সর্বাধিক নিকটবর্তী হবে, যে সদাচরণ করে এবং তার পরিবারের সাথে সদ্ব্যবহার করে।

ইমাম রেজা(আ.) বলেছেন: যদি কেউ কোন মুসলমানকে প্রতারণা করে, তবে সে আমাদের কেউ নয়।

তিনি আরও বলেছেন: তিনটি কাজ সবচেয়ে কঠিন:

১- ন্যায়-পরায়নতা ও সত্যবাদিতা যদিও এর ফল নিজের বিরুদ্ধে যেয়ে থাকে।

২-সর্বাবস্থায় আল্লাহর স্মরণে থাকা।

৩- ঈমানদার ভাইকে নিজ সম্পদের অংশীদার করা।

captcha