IQNA

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে;

তিন দিন যুদ্ধবিরতি ঘোষণা করল তালেবান

15:44 - June 10, 2018
সংবাদ: 2605951
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তালেবান তিন দিন যুদ্ধ বিরতি ঘোষণা দিয়েছে।


বার্তা সংস্থা ইকনা: তালেবান এক বিবৃতিতে ঘোষণা করেছে: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানে তিন দিন যুদ্ধ বিরতি ঘোষণা দিয়েছে। তবে বিদেশী সেনারা এর অন্তর্ভুক্ত হবে না। তাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে।
এই বিবৃতিতে তালেবান উল্লেখ করেছে, যুদ্ধবিরতি এই তিন দিনে যদি কেউ তাদের উপর হামলা চালায় তাহলে তারা সেই হামলার প্রতিরোধ করবে।
সন্ত্রাসী গোষ্ঠী তালেবান গুরুত্বারোপ করে বলেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত উৎসব অনুষ্ঠানে এই দলের সদস্যদের অংশগ্রহণ করার অধিকার নেই। কারণ শত্রুরা তাদের উপর যেকোনো সময়ে হামলা চালতে পারে।
আফগান প্রেসিডেন্টের আশরাফ গানি অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে দায়েশকে এই যুদ্ধবিরতির মধ্যে হিসাব করছেন না। পবিত্র ঈদুল ফিতরের দিন নির্ধারণ না হওয়ার ফলে তিন দিনের যুদ্ধবিরতির শুরুর দিন এখনও ঘোষণা করেনি তালেবান। অবশ্য আফগানিস্তানের পঞ্জিকায় আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করা হয়েছে।
iqna

captcha