IQNA

কুরআনকে উপেক্ষার কারণে সমাজে এত অবক্ষয়: গবেষক

2:53 - May 11, 2018
1
সংবাদ: 2605729
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি গবেষক ও পবিত্র কুরআনের মুফাসসের হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহসেন কারাআতি বলেছেন যে, পবিত্র কুরআন হচ্ছে মানব জাতির চিরন্তন সংবিধান। কিন্তু আজকের সমাজের লোকেরা পবিত্র কুরআনকে উপেক্ষা ও অবহেলার কারণে নানাবিধ সমস্যায় জর্জরিত।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরানের বিশিষ্ট ইসলামি গবেষক ও পবিত্র কুরআনের মুফাসসের হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহসেন কারাআতি পবিত্র কুরআনের এক তাফসীর অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: আল কুরআন হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া সর্বশেষ ও পূর্ণাঙ্গ আসমানি কিতাব। এ কিতাবে মানব জীবনে প্রয়োজনীয় যাবতীয় বিষয়াদি সঠিক ও যথাযথ সমাধান তুলে ধরা হয়েছে। কোরআনের বহু আয়াতে এ কিতাবকে মানব জাতির জন্য হেদায়েত ও দিকনির্দেশনার গাইড হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন: আজকের মুসলিম উম্মাহ পবিত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে নানাবিধ সমস্যায় জর্জরিত। পবিত্র কুরআনে মুসলমানদের প্রতি একমাত্র আল্লাহর উপর ভরসা করার আদেশ দেয়া হয়েছে এবং কাফির ও মুশরিক বিরুদ্ধে সোচ্চার থাকার কথা বলা হয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য মুসলমানরা আজ আমেরিকা ও পশ্চিমাদের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে ভেদাভেদ লিপ্ত রয়েছে। তাই যদি মুসলমানরা কুরআনের আদেশের প্রতি অনুগত না হয়, তবে তাদের জন্য আরও কঠিন পরিণতি অপেক্ষা করছে। শাবিস্তান

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
cuevemxj
0
0
20
captcha