IQNA

অস্তিত্ব রক্ষায় ফিলিস্তিনিদের আর মৃত্যুভয় নেই

15:50 - April 29, 2018
সংবাদ: 2605634
আন্তর্জাতিক ডেস্ক: অস্তিত্ব রক্ষায় ফিলিস্তিনিদের আর মৃত্যুভয় নেই। নিজভূমি যেখানে খোয়ানোর পথে সেখানে জীবনের দাবিই রেখে লাভ কোথায়। মৃত্যুকে উপেক্ষা করে ভূমি রক্ষায় সংগ্রামে নেমেছেন গাজা উপত্যকার তরুণরা।



বার্তা সংস্থা ইকনা: ইসরাইলি সমরাস্ত্রের মুখোমুখি দাঁড়াতে পিছপা হচ্ছেন না তারা। গত সপ্তাহে নারীদের নেতৃত্বে উত্তাল বিক্ষোভে ফুঁসে উঠেছিল গাজা। এরই ধারাবাহিকতায় ভূমি দিবসের পঞ্চম সপ্তাহের কর্মসূচিতেও ছিল তরুণদের প্রাধান্য।

এ দিনের বিক্ষোভে নিহত হয়েছেন ৪ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৯৫৫ জন। আলজাজিরা গাজা উপত্যকাকে ‘খোলা আকাশের নিচে বৃহত্তম কারাগার’ বলে অ্যাখ্যা দিয়েছে।

আলজাজিরার প্রতিবেদক জানিয়েছেন, তরুণরা আর ইসরাইলি সমরাস্ত্রকে ভয় পাচ্ছেন না। কর্মসূচি সফল করতে তাজা গুলি উপেক্ষা করে তারা এগিয়ে যাচ্ছে সীমান্ত বেষ্টনীর দিকে।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে।

হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। তবুও থামছে না ইসরাইলি মারণাস্ত্রের আঘাত। ভূমি দিবসের কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।

১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরাইলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেয়ার প্রতিবাদে সীমান্ত বরাবর ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের এ বিক্ষোভের ডাক দেয় হামাসসহ বিভিন্ন সংগঠন। এমটিনিউজ

captcha