IQNA

ফেসবুক সহযোগিতা করছে ইসরাইলকে, প্রতিবাদে গাজায় সংবাদিকদের বিক্ষোভ

23:40 - March 06, 2018
সংবাদ: 2605199
আন্তর্জাতিক ডেস্ক: একতরফাভাবে ফিলিস্তিনিদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেয়ার প্রতিবাদে ফেসবুকের সেন্সরশিপের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের কয়েক ডজন সাংবাদিক।

 

বার্তা সংস্থা ইকনা: সোমবার গাজা শহরে জাতিসংঘের অফিসের বাইরে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত ব্যানার প্রদর্শন করেন। এতে লেখা ছিল ‘(ইসরাইলের) অপরাধের দোসর ফেসবুক’ এবং ‘(ইসরাইলের) দখলদারিত্বের সমর্থন দিচ্ছে ফেসবুক’ ইত্যাদি।

হামাসের মুখপাত্র সালামা মারুফ জানান, ফেসবুক গত বছর ফিলিস্তিনিদের দুইশ’ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এরপর এবছরের শুরু থেকে এখন পর্যন্ত ‘ভুয়া অজুহাত দেখিয়ে’ তারা আরো শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমটি ‘মত ও অভিব্যক্তি স্বাধীনতার চরম লঙ্ঘন’ করছে বলে প্রতিবাদ সমাবেশে অভিযোগ করেন তিনি।

মারুফ আরো বলেন, ইসরাইলের প্রায় ২০ শতাংশ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘প্রকাশ্যেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেয়া হচ্ছে’।

২০১৬ সালের শেষ দিকে ফেসবুক ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের (জাস্টিস মিনিস্ট্রি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তিতে ফেসবুক ফিলিস্তিনিদের ফেসবুক অ্যাকাউন্টের উপর নজরদারি করার প্রতিশ্রুতি দেয় ইসরাইলকে।

iqna

 

 

captcha