IQNA

আল্লাহর দরবারে ইমাম জাওয়াদের (আ.) মুনাযাত…

23:32 - August 21, 2017
সংবাদ: 2603670
ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.) হলেন রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) অন্যতম সদস্য। তিনি ইমামতিধারার ৯ম ইমাম এবং মানুষের হেদায়েত ও দিকনির্দেশনার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে মনোনীত মাসুম ইমাম।
আল্লাহর দরবারে ইমাম জাওয়াদের (আ.) মুনাযাত…

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.) মাসুম তথা নিস্পাপ ইমাম হওয়া সত্বেও মহান আল্লাহর দরবারে যে মুনাজাত ও প্রার্থনা করেছেন, তা আমাদের জন্য চিরন্তন শিক্ষা ও দিকনির্দেশনা হয়ে আছে।

তিনি তর মুনাজাতে উল্লেখ করেছেন-

বান্দার উচিত তোমার প্রতি মুখাপেক্ষী হয়ে দোয়া ও মুনাজাত করা। তুমি যেহেতু দোয়া ও মুনাজাত কবুলের প্রতিশ্রুতি দিয়েছ, সেহেতু তোমার প্রতি আশাবাদি ও আস্থাশীল হওয়া প্রত্যেক বান্দার উপর ফরজ।

হে আল্লাহ আমি তোমার প্রতি মুখাপেক্ষী তাই তুমি আমাকে সাহায্য ও পৃষ্ঠপোষকতা কর। আমি দুনিয়ার নানাবিধ ক্ষোভ ও দু:খে আজ ক্রান্ত ও পরিশ্রান্ত হয়ে গেছি।

আমি নাফসের অবাধ্যতা ও লাগামহীনতায় ক্লান্ত হয়ে পড়েছি, তাই তুমি আমার সহায় হও এবং আমাকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে সত্য ও ন্যায়ের পথে দিকনির্দেশনা দান কর।

সূত্র: সাহিফায়ে ইমাম জাওয়াদ (আ.)
captcha