IQNA

কাতারে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় ডিজিটাল কুরআন বিতরণ

0:14 - January 03, 2017
সংবাদ: 2602284
আন্তর্জাতিক ডেস্ক: কাতার দাতব্য ফাউন্ডেশন সেদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল বর্ণমালায় ডিজিটাল কুরআনের ৫০ খণ্ডেরও অধিক পাণ্ডুলিপি বিতরণ করেছে।
কাতারে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় ডিজিটাল কুরআন বিতরণ

বার্তা সংস্থা ইকনা: দৃষ্টি প্রতিবন্ধী ইন্সটিটিউট 'নুর'-এর পরিচালক "নুরা আব্দুল্লাহ কাবিসি' বলেছেন: এসকল ইলেকট্রনিক কুরআন শরিফ পাওয়ার ফলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন: কাতার দাতব্য ফাউন্ডেশনের সাথে নুর ইন্সটিটিউটটি ব্রেইল বর্ণামালায় এসকল কুরআন পাবলিকেশন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ ক্ষেত্রে সহযোগিতা করবে।

এসকল ডিজিটাল কুরআন 'মুসহাফে বাসিরাত' নামে প্রসিদ্ধ। কুরআন শরিফের সাথে একটি ইলেক্ট্রনিক কলমও রয়েছে। এই ইলেক্ট্রনিক কলমের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা সহজেই কুরআন তিলাওয়াত শিখতে পরবে।

উল্লেখ্য, এই প্রকল্পের পূর্ব কাতার দাতব্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ইন্দোনেশিয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহস্রাধিক পবিত্র কুরআনের ডিজিটাল পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

iqna


captcha