IQNA

শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের দাবিতে মহারাষ্ট্রে ৩ লাখ মুসলিমের মিছিল সমাবেশ

2:07 - December 22, 2016
সংবাদ: 2602206
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিজেপি-শিবসেনা শাসিত মহারাষ্ট্রের বিড জেলায় শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের (কোটা)দাবিতে গতকাল (মঙ্গলবার) ৩ লাখেরও বেশি মুসলমান মিছিল করেছে। ওই দাবিতে এ নিয়ে চার বার মিছিল সমাবেশ করা হল। ‘মুসলিম আরক্ষণ সংঘর্ষ ক্রুতি সমিতি’ নামে সংগঠনের মাধ্যমে ওই আন্দোলন চালানো হচ্ছে।

পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: সংরক্ষণের দাবির পাশাপাশি মঙ্গলবারের ওই সমাবেশ থেকে মুসলিম শরিয়া আইনে হস্তক্ষেপ থেকে বিরত থাকা, সন্ত্রাসবাদের নামে নিরীহ মুসলিমদের হয়রানি না করা, ওয়াকফ সম্পত্তিতে অবৈধ দখল উচ্ছেদ করা এবং জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়  থেকে নিখোঁজ ছাত্র নাজিব আহমেদের দ্রুত খুঁজে বের করার দাবি জানানো হয়েছে।

এদিন ছত্রপতি জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া মিছিলটি সুভাষ রোড, মালিবেস চক, গোন্দিপুরা, বলভীম চক, বশিরগঞ্জ এবং শিবাজি মহারাজ মূর্তি হয়ে সন্ধ্যা ৫ টা নাগাদ জেলা কালেক্টরের দফতরে পৌঁছায়। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা ওই মিছিল সমাবেশ বিডের ডেপুটি-কালেক্টরের কাছে স্মারকলিপি জমা দেয়ার মাধ্যমে শেষ হয়।    

মুসলমানদের ওই মিছিল সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রায় ১ হাজার পুলিশ মোতায়েন করতে হয়।

ভারতে বিয়ে, তালাক ইত্যাদি ইস্যুতে মুসলিম শরীয়া আইনের পরিবর্তে সরকার ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চাপানোর চেষ্টা করছে বলে মুসলমানদের বিভিন্ন সংগঠন ও ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড’ অভিযোগ করেছে।  

অন্যদিকে, গত ১৫ অক্টোবর থেকে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে নাজিব আহমেদ নামে বায়োটেকনোলজির এক ছাত্র নিখোঁজ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশের দাবি, নাজিব নিখোঁজ হওয়ার আগের দিন বিজেপি’র ছাত্র সংগঠন এবিভিপি সমর্থকদের সঙ্গে তার সংঘর্ষ হয়। সে সময় নাজিবকে হত্যার চেষ্টা হয় বলেও অভিযোগ। সেই থেকে নিখোঁজ নাজিব আহমেদকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

কিন্তু এক্ষেত্রে দিল্লি পুলিশ ও বিভিন্ন তদন্ত সংস্থার বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ উঠেছে।  অন্যদিকে, এভিবিপি নাজিব নিখোঁজ হওয়ার পিছনে তাদের হাত থাকার কথা অস্বীকার করেছে।

captcha