IQNA

ভারতে ঈদে মিলাদুন্নাবি (স.) উপলক্ষে সমাবেশ ও র‌্যালী

5:50 - December 11, 2016
সংবাদ: 2602140
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মহানবি (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সমাবেশ বিভিন্ন ধর্মের অনুসারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ভারতের ‘কানপুর’ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দৈনিক Times of India এর উদ্ধৃত দিয়ে বার্তা সংস্থা ইকনা: প্রতিবছরের ন্যায় ইসলাম ও অন্যান্য ধর্মের অনুসারীরা কানপুর শহরে মহানবি (স.) এর জন্মবার্ষিকীতে সমবেত হয়ে নিজেদের মধ্যকার ঐক্যের ঘোষণা দিবেন।

কানপুরে মুসলিম ওলামা সোসাইটির সভাপতি মতিনুল হক উসামা কাসেমি বলেন: ব্রিটিশ শাসনামলে মুসলমান, শিখ, হিন্দুসহ অপর ধর্মের অনুসারীরা সমবেত হয়ে নিজেদের ঐক্যের কথা ঘোষণা করেছেন, আমরাও চাই সে প্রচলন ধরে রাখতে।

তিনি বলেন: ২০ থেকে ২৫টি স্থান থেকে অমুসলিমদেরকে এ মহাসমাবেশে অংশগ্রহণের আহবান জানানো হবে।

মুসলিম উলামা সোসাইটি, কানপুরের সভাপতি বলেন: উগ্রতাবাদীরা মুসলমান ও অন্যান্য ধর্মের অনুসারীদের মাঝে বিভেদ সৃষ্টিতে সোচ্চার। মহানবি (স.) এর জন্মদিবস জনগণের ঐক্যকে সুদৃঢ় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি সুযোগ।

কাসেমি বলেন: এদিনে মুসলমানদের কি করা উচিত ও অনুচিত সে সব বিষয়গুলো লিখিত আকার বিতরণ করা হবে। যেমন : লাউড স্পীকার ব্যবহার না করা, যাতে উচ্চ শব্দে জনগণের কষ্টের কারণ না হয়।

তার সংযোজন: যে জিনিসটি মুসলমানদের এ দিন ভুলে যাওয়া উচিত নয় তা হল, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তির জন্মদিবসের সমাবেশ, অতএব, সকলকে সম্মান করা আমাদের কর্তব্য।

কাসেমি বলেন: এদিনের র‌্যালী যোহরের নামাযের পর শুরু হবে।#3552600

captcha