IQNA

মুহররম উপলক্ষে তেহরান ঐতিহ্যবাহী শোকানুষ্ঠান

তেহরান (ইকনা): মুহররমের প্রাক্কালে ইরানের রাজধানী তেহরানের ইমাম হাসান মোজতাবা (আ.) নামক হুসাইনিয়া এবং আরদাবিলি মসজিদে গতকাল সন্ধ্যায় ঐতিহ্যবাহী শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় এই বছরেও এই শোকানুষ্ঠানের মাধ্যমে একটি বড় পানির পাত্র স্বস্থানে স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানের দর্শন সম্পর্কে বলা হয়েছে: ৬১ হিজরিতে “হুর ইবনে রিয়াহি” তার দুই হাজার সৈন্য নিয়ে ইমাম হুসাইন ইবনে আলী (আ.) পথ বন্ধ করেছিলেন। ইমাম হুসাইন (আ.) যখন হুর এবং তার সৈন্যদলের চেহারায় ক্লান্তি ও তৃষ্ণা দেখতে পেলেন, তখন তিনি তাদের [ইমাম হুসাইনের (আ.) দলের] সাথে কম পানি থাকা সত্ত্বেও হুরের সৈন্যদল এবং তাদের সাথে থাকা ঘোড়ার তৃষ্ণা নিবারণের জন্য নির্দেশ দিলেন। 
ইমাম হুসাইন (আ.)এর এই কর্মকে উজ্জীবিত রাখার জন্য প্রতি বছর মুহররম মাসে এই পানির পাত্রটি স্থাপন করা হয়, যাতে সকলে সেখান থেকে পানি পান করতে পারেন। 

 

captcha