IQNA

মার্কিন প্রতিবেদনের নিন্দায় জাজিরা সাংবাদিক শিরিনের ভাই

14:00 - July 06, 2022
সংবাদ: 3472093
তেহরান (ইকনা): আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর ভাই তার মৃত্যুর বিষয়ে মার্কিন প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন। ওই প্রতিবেদনের সিদ্ধান্তে বলা হয়েছে, সম্ভবত ইসরায়েলি সেনার অনিচ্ছাকৃত গুলিতে আকলেহর মৃত্যু হয়েছে।
এতে আরো বলা হয়েছে, বুলেটটি খুব ক্ষতিগ্রস্ত হওয়ায় তা ইসরায়েল না ফিলিস্তিনি পক্ষের অস্ত্র থেকে ছোড়া হয়েছে তা নিশ্চিত করা আর সম্ভব নয়।
 
শিরিন আবু আকলেহর ভাই টনি আবু আকলেহ বিবিসিকে বলেছেন, মার্কিন মধ্যস্থতায় পরিচালিত ওই বিশ্লেষণের ফল ‘অগ্রহণযোগ্য’।
 
টনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি সেনারাই তার বোনকে লক্ষ্যবস্তু করেছিল।
গত মে মাসে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযানের ঘটনার খবর সংগ্রহের সময় আলজাজিরার প্রতিনিধি শিরিন মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।
 
এর আগে সোমবার রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের (ইউএসএসসি) বিষয়ক মার্কিন নিরাপত্তা সমন্বয়কারীর উপস্থিতিতে ইসরায়েলে বুলেটটির বিশ্লেষণ করা হয়।
 
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে , ‘বুলেটের অত্যন্ত বিশদ ফরেনসিক বিশ্লেষণের পর স্বাধীন, তৃতীয় পক্ষের পরীক্ষকরা কোন পক্ষ থেকে প্রাণঘাতী গুলিটি চালানো হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। ’
 
পররাষ্ট্র দপ্তর আরো বলেছে, আবু আকলেহর মৃত্যুর জন্য ইসরায়েলি সেনা অবস্থান থেকে চালানো গুলি হয়তো দায়ী। তবে ইউএসসিসি এটা মনে করার কোনো কারণ খুঁজে পায়নি যে তা ইচ্ছাকৃত ছিল। বরং তা একটি দুঃখজনক পরিস্থিতির পরিণাম। ’
 
এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা হুসেইন আল-শেখ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলকে দায়ী করা এড়িয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
 
সূত্র : বিবিসি
captcha