IQNA

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং সহগামী প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে সর্বোচ্চ নেতা;

প্রতিরোধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়ের পথ দেখিয়েছে ইরান ও ভেনিজুয়েলা

5:20 - June 12, 2022
সংবাদ: 3471976
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরান ও ভেনিজুয়েলার সফল অভিজ্ঞতা প্রমাণ করে আমেরিকার ক্রমাগত চাপের বিরুদ্ধে বিজয়ী হওয়ার একমাত্র উপায় প্রতিরোধ করা। শনিবার বিকেলে ইরান সফররত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আমেরিকার ‘কঠিন চাপ ও হাইব্রিড যুদ্ধের’ মোকাবিলায় ইরান ও ভেনিজুয়েলার প্রতিরোধের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ নেতা বিগত বছরগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তার দেশের অভূতপূর্ব উন্নতির কথা উল্লেখ করে বলেন, এমন এক সময় এ উন্নতি সম্ভব হয়েছে যখন ইরানের ওপর আমেরিকার সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা ও প্রচণ্ডতম চাপ বহাল রয়েছে। তিনি বলেন, মার্কিনীরা নিজেরাই এই চাপের নাম দিয়েছে ‘সর্বোচ্চ চাপ’।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইরানি জনগণের প্রতিরোধের কারণে আমেরিকার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি ব্যর্থ হয়েছে; এমনকি আমেরিকার একজন রাজনৈতিক নেতা সম্প্রতি আমেরিকার এই ব্যর্থতাকে ‘অপমানজনক ব্যর্থতা’ বলে উল্লেখ করেছেন।

তিনি ইরান ও ভেনিজুয়েলার মধ্যে স্বাক্ষরিত বিশ-সালা সমঝোতা স্মারককে স্বাগত জানিয়ে বলেন, এসব সমঝোতা স্মারক দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়নের কাজ চলছে কিনা তা মাঝেমধ্যে যাচাই করতে হবে।

ইরান ও ভেনিজুয়েলার মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে এই দুই দেশের এতটা ঘনিষ্ঠতা নেই।আর ইরান একথা প্রমাণ করেছে যে, বন্ধুর বিপদের সময় নিজেকে বিপদে ফেলে বন্ধুর সাহায্যে এগিয়ে যায় তেহরান।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ভেনিজুয়েলার প্রেসিডেন্টের ইসরাইলবিরোধী অবস্থানেরও ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কিছুদিন আগে আপনি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছেন তা ছিল যথার্থ ও সাহসী পদক্ষেপ।

 

সাক্ষাতে আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে ভেনিজুয়েলা যখন বিপদে পড়েছে তখন দেশটির পাশে দাঁড়ানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির উপস্থিতিতে অনুষ্ঠিত এ সাক্ষাতে মাদুরো আরো বলেন, যখন বিশ্বের কোনো দেশ ভেনিজুয়েলাকে সাহায্য দিতে রাজি হচ্ছিল না তখন আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন।

প্রেসিডেন্ট মাদুরো বিগত কয়েক বছরে তার দেশের কঠিন অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, আমেরিকা ভেনিজুয়েলার বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদি ও বহুমুখী যুদ্ধ শুরু করেছে। কিন্তু আমরা নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট সুযোগগুলোকে কাজে লাগিয়ে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছি। ফিলিস্তিন প্রসঙ্গকে ভেনিজুয়েলা ‘মানব জাতির একটি পবিত্র বিষয়’ হিসেবে দেখছে বলে জানান প্রেসিডেন্ট মাদুরো। তিনি বলেন, ঠিক এ কারণেই ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ ভেনিজুয়েলার বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। iqna

captcha