IQNA

ভিডিও | আবদুল্লাহ খালিদের কণ্ঠে সূরা ইব্রাহিমের মনোমুগ্ধকর তিলাওয়াত

তেহরান (ইকনা): সম্প্রতি পাকিস্তানের বিশিষ্ট ক্বারি আবদুল্লাহ খালিদের কুরআন তিলাওয়াতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। 

এই ভিডিওতে তিনি সূরা ইব্রাহিমের ৩১ থেকে ৩৪ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।
 قُلْ لِعِبَادِيَ الَّذِينَ آمَنُوا يُقِيمُوا الصَّلَاةَ وَيُنْفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خِلَالٌ ﴿۳۱﴾
তুমি আমার বান্দাদের মধ্যে যারা বিশ্বাসী তাদের বল নামায প্রতিষ্ঠা করতে এবং আমরা তাদের যা জীবিকা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে, সেই দিনের আগমনের পূর্বে যেদিন না কোন ক্রয়-বিক্রয় হবে, আর না বন্ধুত্ব কাজে আসবে। 
اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ ﴿۳۲﴾
তিনি আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও ভূম-ল সৃষ্টি করেছেন এবং আকাশ হতে বারি বর্ষণ করেন। অতঃপর এর দ্বারা তোমাদের আহার্যের জন্য ফল-মূল উৎপাদন করেন। এবং তোমাদের জন্য জলযানগুলোকে তোমাদের অধীন করেছেন যাতে তাঁর নির্দেশে সমুদ্রে চলাচল করে এবং নদীসমূহকেও তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন।
وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ ﴿۳۳﴾
এবং তোমাদের জন্য সর্বদা আবর্তনশীল সূর্য-চন্দ্রকেও নিয়োজিত করেছেন এবং রাত-দিনকেও তোমাদের সেবায় নিয়োজিত করেছেন।
وَآتَاكُمْ مِنْ كُلِّ مَا سَأَلْتُمُوهُ وَإِنْ تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنْسَانَ لَظَلُومٌ كَفَّارٌ ﴿۳۴﴾.
 
এবং তোমরা যা কিছু তাঁর নিকট চেয়েছ তিনি তোমাদের সব প্রদান করেছেন এবং তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে চাও, তবে কখনই তার সংখ্যা নিরূপণ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যধিক অবিচারক, অকৃতজ্ঞ।
captcha