IQNA

কুরআন তিলাওয়াতের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা

0:07 - July 31, 2021
সংবাদ: 3470417
তেহরান (ইকনা): সম্প্রতি সামাজিক মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ হয়েছে যাতে দেখা গিয়েছে যে,সুদানের একটি মসজিদে এক মুসল্লি কুরআন তিলাওয়াতের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, মধ্যবয়সী এক ব্যক্তি শারীরিক অক্ষমতার কারণে মসজিদের দেয়ালের পাশে দ্বিতীয় কাতারে রাখা একটি চেয়ারে বসে নামাজ আদায় করেছেন। নামাজ শেষে কুরআন তিলাওয়াতের জন্য চেয়ার থেকে উঠে তিনি পবিত্র কুরআন হাতে নেন।

এরপর তিনি পবিত্র কুরআন নিয়ে প্রথম কাতারের একটি চেয়ারে বসেন এবং কুরআন তিলাওয়াত শুরু করেন।

এর কিছুক্ষণ পর মসজিদে উপস্থিত মুসল্লিগণ একটি অপ্রত্যাশিত দৃশ্য প্রত্যক্ষ করেছেন।

সুনের ঐ ব্যক্তি সেখানে বসে নামাজ আদায় করেছেন, সেখানে ৫০ কেজির বেশি ওজনের একটি সিরামিক পাথর ভেঙ্গে ঠিক চেয়ারের উপর পড়ে।

মসজিদের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা এই ভিডিও দেখে এটা স্পষ্ট যে, যদি ঐ মুসল্লি নামাজ শেষে ঐ চেয়ারে বসে থাকতেন, তাহলে তার মৃত্যু নিশ্চিত ছিল।

সামাজিক মিডিয়া (আরব) ব্যবহারকারীরা এই ভিডিওটি ইন্টারনেটে শেয়ার করেছেন এবং এরসাথে সূরা আল-আনামের 2 নম্বর আয়াত উল্লেখ করে লিখেছেন: “পবিত্র কুরআন তিলাওয়াতের জন্য সুদানের বয়স্ক ব্যক্তি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেচে গিয়েছেন।“

«هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ ثُمَّ قَضَىٰ أَجَلًا ۖ وَأَجَلٌ مُسَمًّى عِنْدَهُ ۖ ثُمَّ أَنْتُمْ تَمْتَرُونَ »

তিনি তো সেই আল্লাহ যিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর এক কাল নির্ধারণ করেছেন এবং এক নির্ধারিত কাল তাঁর কাছে আরও রয়েছে: তবুও তোমরা সন্দেহ কর। iqna

 

ভিডিওটি মসজিদের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে

captcha