IQNA

জম্মু ও কাশ্মীরের মহররমের শোকানুষ্ঠান বাতিল

20:38 - August 10, 2020
সংবাদ: 2611292
তেহরান (ইকনা): জম্মু ও কাশ্মীরের শিয়াদের রাজনৈতিক নেতা ঘোষণা করেছেন, এই বছর এই অঞ্চলে মহররমের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

জম্মু ও কাশ্মীরের শিয়া আঞ্জুমানের (AJKSA নামে প্রসিদ্ধ All Jammu and Kashmir Shia Association) সভাপতি মাওলানা ইমরান রেজা আনসারী ঘোষণা করেছেন: ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর সুপারিশ ও ইরাকের গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানীর ফতোয়া এবং বর্তমান পরিস্থিতিতে এ মহামারী নিয়ন্ত্রণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে. এ বছর AJKSA –এর পক্ষ হতে পবিত্র মহররম মাসের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

 

জম্মু ও কাশ্মীরে এপর্যন্ত করোনারি হার্ট ডিজিজে (CHD)আক্রান্ত হয়ে ৩০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। এই অঞ্চলের এক কোটি ৩৬ লাখ মানুষের মধ্যে প্রায় ৯৬ শতাংশ জনগণই মুসলমান। iqna

captcha