IQNA

নাগরিকদের নিকট হতে ১০ হাজার অস্ত্র জমা নিলো নিউজিল্যান্ডের সরকার

19:43 - July 22, 2019
সংবাদ: 2608944
আন্তর্জাতিক ডেস্ক: বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে নাগরিকদের কাছ থেকে প্রথম সপ্তাহে ১০ হাজার অস্ত্র, অস্ত্রের যন্ত্রাংশ এবং অন্যান্য সরঞ্জামাদি জমা নিয়েছে নিউজিল্যান্ড।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: চার মাস আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুইটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৫১ জন নিহত ও অর্ধশত আহত হলে সারাবিশ্বে চাঞ্চল্য সৃষ্টি হয়। নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্দা আরদার্ন সে সময় অস্ত্র আইন পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত এপ্রিলে সেমি-অটোমেটিক অস্ত্র, কিছু শটগান এবং নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি ম্যাগাজিন রাখা নিষিদ্ধ করে আইন পাশ করা হয়।

চলতি বছরের ২০ ডিসেম্বরের মধ্যে অস্ত্র মালিকদের এইসব অস্ত্র জমা দিতে হবে। এই অস্ত্র জমা নেয়ার ক্ষতিপূরণ বাবদ সরকার ২০৮ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার বাজেট রেখেছে। কিছু কিছু অস্ত্রের ক্ষেত্রে শতকরা ৯৫ ভাগ মূল্য পরিশোধ করছে সরকার।

রয়টার্সকে নিউজিল্যান্ড পুলিশের এক মুখপাত্র বলেন, গত এক সপ্তাহে ২ হাজার ব্যক্তি ৩ হাজার ২৭৫টি আগ্নেয়াস্ত্র, ৭ হাজার ৮২৭টি অস্ত্রের যন্ত্রাংশ এবং অন্যান্য সরঞ্জামাদি জমা হয়েছে। অস্ত্র জমা দেয়ার সংখ্যায় পুলিশ সন্তুষ্ট।

এক জরিপে দেখা গেছে, পাঁচ মিলিয়ন জনসংখ্যার নিউজিল্যান্ডে দেড় মিলিয়ন আগ্নেয়াস্ত্র রয়েছে নাগরিকদের মালিকানায়। ব্যক্তিগত অস্ত্র রাখার বিবেচনায় নিউজিল্যান্ড পৃথিবীর ১৭তম দেশ। iqna

captcha