IQNA

মস্কোয় হুসাইনিয়াতে কুরআন প্রশিক্ষণ কোর্স

19:53 - November 20, 2018
সংবাদ: 2607286
আন্তর্জাতিক ডেস্ক: মস্কোয় শিয়াদের এক হুসাইনিয়ার তিনজন কর্মীর উদ্যোগে কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

মস্কোয় হুসাইনিয়াতে কুরআন প্রশিক্ষণ কোর্সবার্তা সংস্থা ইকনা: রু-খানি ও রাওয়ান খানির কোর্স অক্টোবর মাসে শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্স ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত অব্যাহত থকবে।
ইকনা'র সাথে এক সাক্ষাৎকারে মস্কোর কুরআনিক কর্মী গুলনার নারীমান আভা বলেন: আমি এবং অপর দুই কুরআনের শিক্ষক মস্কোয় শিয়াদের একটি হুসাইনিয়াতে আগ্রহী ব্যক্তিদের জন্য এই প্রশিক্ষণ কোর্স চালু করেছি।
তিনি বলেন: এই প্রশিক্ষণ কোর্স অব্যাহত থাকবে এবং সেমিস্টারে আকারে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে রু-খানি, রওয়ানখানি, মাফাহিমে কুরআন, হযরত মুহাম্মাদ (সা.)এর ইতিহাস এবং ইমামগণের ইতিহাস পড়ানো হবে।
গুলনার নারীমান বলেন: প্রতিটি বিষয়ের জন্য বেশ কয়েকটি ক্লাস গ্রহণ করা হবে। একটি বিষয় শেষ হওয়ার পর অন্য বিষয়টি পড়ানো হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স প্রতি সপ্তাহে একদিন (রবিবার) তিন ঘণ্টা যাবত পরিচালিত হয়ে আসছে।
iqna

 

captcha