IQNA

শাসকদের উদ্দেশ্যে ইমাম মাহদীর(আ.) দোয়া

19:18 - November 20, 2018
সংবাদ: 2607284
ইমাম মাহদী(আ.) আমাদেরকে সর্বদা এই শিক্ষা দিতে চান যে, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার অর্থ এই নয় যে সর্বদা কঠোর হতে হবে বরং দয়া ও মহনুভবতার মাধ্যমেও ন্যায়পরায়ণতা প্রদর্শণ করা সম্ভব।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) তার দোয়ায়ে তৌফিকে বলেছেন, اللَّهُمَّ ارْزُقْنَا تَوْفِيقَ الطَّاعَةِ وَ بُعْدَ الْمَعْصِيَةِ ...  হে আল্লাহ! আমাদেরকে আপনার আনুগত্য করার তৌফিক দান করুন এবং গোনাহ থেকে দূরে রাখুন।

দোয়ার একাংশে ইমাম বলেন: وَ عَلَى الْغُزَاةِ بِالنَّصْرِ وَ الْغَلَبَةِ؛ হে আল্লাহ! মুজাহিদদেরকে বিজয় দান করুন এবং তাদেরকে সাহায্য করুন।

মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন: إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنيَانٌ مَّرْصُوصٌ আল্লাহ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসাগালানো প্রাচীর।

ইমাম মাহদী(আ.) বলেছেন: وَ عَلَى الْأُمَرَاءِ بِالْعَدْلِ وَ الشَّفَقَةِ؛ হে আল্লাহ! আমাদের শাসকদেরকে ন্যায়পরায়ণতা এবং মহানুভবতা দান করুন।

মাওলা আলী(আ.) বলেছেন: «صَلَاحُ الرَّعِیَّةِ الْعَدْلُ؛ মানুষের কল্যাণ ন্যায়পরায়ণতার মধ্যে নিহিত।

তিনি আরও বলেছেন: «اَلْعَدْل حِیاتُ الاحکام؛ আদালত হচ্ছে আল্লাহর বিধানের দেহের রুহু স্বরূপ।

captcha