IQNA

মসজিদুল হারামের পেশ ইমাম গ্রেপ্তার

15:46 - August 21, 2018
সংবাদ: 2606521
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কা নগরীর মসজিদুল হারামের ইমাম শেখ সালেহ আল তালিবকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: সমাজের খারাপ কাজের বিষয়, বিশেষ করে নতুন কিছু নীতির সমালোচনা করে সবশেষ দেয়া তার একটি বক্তব্যের কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নাগরিক অধিকার কর্মীরা।

ওই ইমামের শেষ কিছু টুইটে হজের বিষয়ে বলা হয়েছে। আল খালিজ অনলাইনের খবরে বলা হয়েছে, শেখ সালেহ আল তালিব সবশেষ হজ নিয়ে সামাজিক মাধ্যমে যেসব পোস্ট দিয়েছেন তা তার নিজের কিনা তা নিয়ে প্রশ্ন আছে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চালানো অভিযানে বহু মানবাধিকার কর্মী, সাংবাদিক, ব্যবসায়ী এবং আধুনিক চিন্তাশীল আলেমকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সপ্তাহে কারাগারে থাকা ইসলামি বিশেষজ্ঞ শেখ সুলেইমান দুইশের মৃত্যু হয়। কারাগারে তার মৃত্যু নির্যাতনের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করায় ২০১৬ সালের এপ্রিলে তাকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ।

iqna

 

captcha