IQNA

পরিবর্তন করা হল পবিত্র কাবা ঘরের পর্দা + ছবি

19:21 - August 20, 2018
সংবাদ: 2606513
আন্তর্জাতিক ডেস্ক: আজ (২০শে আগস্ট) ফজরের নামাজের পর পবিত্র কাবা ঘরের পর্দা পরিবর্তন করা হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: প্রতি বছরের ঐতিহ্য অব্যাহত রেখে এ বছরেও আজ তথা আরাফার দিনে ফজরের নামাজের পর পবিত্র কাবা ঘরের পর্দা পরিবর্তন করা হয়েছে। কাবা ঘরের নতুন পর্দাটি ১৬০ জন দক্ষ শিল্পীর উপস্থিতিতে লাগানো হয়েছে।

এসকল খাদেমগণ গতকাল দুপুর থেকে অর্থাৎ হাজীগণ মক্কা থেকে বের হয়ে মিনায় অবস্থানের সময় কাবা ঘরের পূর্বের পর্দা খোলার কাজ শুরু করেছেন এবং নতুন পর্দা আজ ফজরের নামাজের পর লাগানো সম্পন্ন হয়েছে।

আধুনিক লিফট ব্যবহারের মাধ্যমে কাবা ঘরের পর্দা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনের সময় তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন মসজিদুল হারাম ও মসজিদুন্নবী পরিচালক আব্দুল আজিজ আস-সাদিস।

পবিত্র কাবা ঘরের নতুন পর্দাটি খাটি রেশমি সুতা দিয়ে বোনা হয়েছে। এটির ওজন ৬৭০ কিলোগ্রাম। কাবা ঘরের নতুন এই পর্দায় কালো খাটি রেশমি কাপড়ের ওপর সোনা ও রুপার সূতা দিয়ে পবিত্র কুরআনের আয়াত লেখা রয়েছে।

iqna

 

captcha