IQNA

বাংলাদেশী পেশ ইমামদের প্রশিক্ষণ দেবে আল-আজহার

9:23 - August 12, 2018
1
সংবাদ: 2606437
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মসজিদের পেশ ইমামদের মধ্যপন্থী অবলম্বনের প্রশিক্ষণ দেবে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়।


বার্তা সংস্থা ইকনা: আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাইখ আহমেদ আল-তৈয়ব ৮ম আগস্ট বাংলাদেশে কর্তব্যরত রুমের আল্লামা জামিয়াতের প্রধান সুফি মিজানুর রহমানের সাথে এক বৈঠকে এ কথা বলেন।
এ ব্যাপারে তিনি বলেন: আল-আজহার বিশ্ব-বিদ্যালয় বাংলাদেশে তাদের শাখা খুলতে প্রস্তুত রয়েছে। এই শাখায় আরবি ভাষা কোর্স, ওয়াজ এবং মুবাল্লিগদ ও পেশ ইমামদের ধর্ম প্রচারের জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Yusuf
0
0
কবে নাগাদ এই শাখা খুলতে পারে ?
আমি আরবী ভাষার জন্য এমন একটি প্রতিষ্ঠান দির্ঘ দিন ধরে আশা করে আসছি....
captcha