IQNA

ইমাম মাহদীর সাহায্যকারীদের চেয়েও প্রতীক্ষাকারীরা বেশী উত্তম

19:46 - May 22, 2018
সংবাদ: 2605812
একটি হাদিসে বর্ণিত হয়েছে যে, আল্লাহর কসম! যারা ইমাম মাহদীর প্রতীক্ষায় থাকা অবস্থায় মারা যায় তাদের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, বরং আল্লাহর নিকট তাদের সম্মান বদর ও উহুদের শহীদদের চেয়েও বেশি।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, যারা ইমাম মাহদীর প্রতীক্ষায় থাকা অবস্থায় মারা যায় তাদের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, বরং আল্লাহর নিকট তাদের সম্মান বদর ও উহুদের শহীদদের চেয়েও বেশি।

এবং অন্য একটি বর্ণনায় এসেছে: আমাদের কায়েম (আ.)-এর প্রতীক্ষাকারীরা তার সঙ্গীদের চেয়ে উচ্চতর, কেননা তাদের রাত ও দিনের ভয়ের মধ্যে অতিবাহিত হয়।

এটাও ভয় পান যে অত্যাচারীরা আপনার ইমামের উপর অত্যাচার করবে। নিজেও জন্যও ভয় পান এবং ভয়েল সাথেই নিজের নামাজ, রোজা ইত্যাদি ধর্মীয় কাজ পালন করেন।

তারা হজকেও তাকাইয়ার সাথে পালন করেন এবং তাদের সাক্ষ্যও গ্রহণযোগ্য বা কবুল হয় না।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "আমার জাতির শ্রেষ্ঠ কাজ হচ্ছে ঐশী প্রতিশ্রুতির জন্য অপেক্ষা করছে।"

সূত্র: কামালুদ্দিন-পৃ: ৬৬৬

captcha