IQNA

দক্ষিণ আফ্রিকায় মসজিদের সন্ত্রাসী হামলার নিন্দা জানাল ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা

7:53 - May 13, 2018
1
সংবাদ: 2605741
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে ইমাম হুসাইন (আ.) মসজিদে তাকফিরি সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা বিবৃতিতে উল্লেখ করেছে, আবারও ইসলামের শত্রুরা তাদের পথভ্রষ্টমূলক ভ্রান্তি ধারণার উপর ভিত্তি করে মসজিদে হামলা চালিয়েছে। এসকল শত্রুরা হযরত মুহাম্মাদ (সা.) অনুসরণ করার মিথ্যা দাবী করে। এরা সর্বদা মুসলিম উম্মতের মধ্যে পার্থক্য ও বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। আমেরিকা ও ইসরাইলিদের পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে নিজেদেরকে নিয়োজিত রেখেছে। আমেরিকা ও ইসরাইলিদের পরিকল্পনা হচ্ছে মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে ইসলামি বিশ্বে তাদের শাসন কায়েম করা। ফিলিস্তিনিদের উপর অত্যাচারের বিষয়টি চিরতরে মুখে ফেলা।

ইসলামী সংস্কৃতি এবং যোগাযোগ সংস্থা এই নিষ্ঠুর অপরাধ নিন্দা জানিয়ে সেদেশের সকল মুসলমানদেরকে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে এবং এই হামলায় নিহত শহিদ "আব্দুল্লাহ আসুপ"-এর বিদেহী রুহের মাগফেরাত কামনা করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০শে মে) তাকফিরি সশস্ত্র সন্ত্রাসীরা দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের ইমাম হুসাইন (আ.) মসজিদে হামলা চালিয়েছে। সশস্ত্র সন্ত্রাসীদের এই হামলায় একজন নিহত এবং অপর দু'জন আহত হয়েছেন।

iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
dlpvotod
0
0
20
captcha