IQNA

মানুষের ইখলাস তথা নিষ্ঠার প্রধান আলামত

0:09 - February 17, 2018
সংবাদ: 2605069
ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা করা হচ্ছে ইখলাস তথা নিষ্ঠার একটি বড় নিদর্শন। ইমাম মাহদীকে মুন্তাযার কেন বলা হয় সে সম্পর্কে ইমাম জাওয়াদের কাছে প্রশ্ন করা হলে ইমাম বলেন: কেননা তিনি দীর্ঘ কাল অন্তর্ধানে থাকবেন তখন যাদের ঈমান খালেস কেবল তারাই তার প্রতি অটল থাকবে এবং যাদের মধ্যে নিষ্ঠা নেই তারা গোমরাহ হয়ে যাবে।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সূরা আল আরাফের ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে- قَالَ قَدْ وَقَعَ عَلَيْكُمْ مِنْ رَبِّكُمْ رِجْسٌ وَغَضَبٌ أَتُجَادِلُونَنِي فِي أَسْمَاءٍ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآَبَاؤُكُمْ مَا نَزَّلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ فَانْتَظِرُوا إِنِّي مَعَكُمْ مِنَ الْمُنْتَظِرِينَ

সে বলল: অবধারিত হয়ে গেছে তোমাদের উপর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ। আমার সাথে (মূর্তিগুলোর) ঐসব নাম সম্পর্কে কেন তর্ক করছ, যেগুলো তোমরা ও তোমাদের বাপ-দাদারা রেখেছে। অথচ আল্লাহ এদের সম্পর্কে কোন প্রমাণ পাঠাননি। অতএব (খোদায়ী শাস্তির জন্য) অপেক্ষা কর। আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: «افضَلُ العِبادةِ انتِظارُ الفَرَج؛  তোমাদের জন্য সব থেকে বড় ইবাদত হচ্ছে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা করা।

আশা এবং প্রতীক্ষা মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। যাদের জীবনে কোন প্রতীক্ষা এবং আশা নেই তাদের জীবনও অনর্থক।

ইমাম সাদিক(আ.) বলেছেন: যে সকল বিশ্বাস এবং কাজ ছাড়া মহান আল্লাহ তোমাদের কোন আমল কবুল করবেন না তা হচ্ছে: আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস, মহানবীর নবুয্যতের প্রতি বিশ্বাস, আল্লাহর সকল নির্দেশ পালন করা , আমাদের বেলায়াত ও ইমামতের প্রতি বিশ্বাস এবং ইমাম আল কায়েমের জন্য প্রতীক্ষা।

captcha